বিশ্বভারতীর ক্যাম্পাসে উঠল র‍্যাগিংয়ের অভিযোগ

শান্তিনিকেতন: বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে র্যাগিংয়ের অভিযোগ৷ উত্তাল ক্যাম্পাস৷ রবিঠাকুরের স্বপ্নের প্রতিষ্ঠানে এহেন ঘটনায় ছড়িয়েছে আতঙ্ক৷ স্থানীয় সূত্রে খবর, বিশ্বভারতী পাঠভবনে র্যাগিংয়ের অভিযোগ উঠেছে৷ অভিযুক্ত পাঠভবনের দশম শ্রেণির ৬জন৷ ইতিনধ্যেই ওই ছ’য় পড়ুয়াকে সাসপেন্ড করেছে পাঠভবন কর্তৃপক্ষ৷ বিশ্বভারতী পাঠভবনে পাঠরত ষষ্ঠ শ্রেণির এক ছাত্রকে রাগিংয়ের অভিযোগ ওঠে দশম শ্রেণির ছাত্রদের বিরুদ্ধে৷ ছাত্রকে বস্তা বন্দি অবস্থায় বেধড়ক মারধর

বিশ্বভারতীর ক্যাম্পাসে উঠল র‍্যাগিংয়ের অভিযোগ

শান্তিনিকেতন: বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে র‍্যাগিংয়ের অভিযোগ৷ উত্তাল ক্যাম্পাস৷ রবিঠাকুরের স্বপ্নের প্রতিষ্ঠানে এহেন ঘটনায় ছড়িয়েছে আতঙ্ক৷ স্থানীয় সূত্রে খবর, বিশ্বভারতী পাঠভবনে র‍্যাগিংয়ের অভিযোগ উঠেছে৷ অভিযুক্ত পাঠভবনের দশম শ্রেণির ৬জন৷ ইতিনধ্যেই ওই ছ’য় পড়ুয়াকে সাসপেন্ড করেছে পাঠভবন কর্তৃপক্ষ৷

বিশ্বভারতী পাঠভবনে পাঠরত ষষ্ঠ শ্রেণির এক ছাত্রকে রাগিংয়ের অভিযোগ ওঠে দশম শ্রেণির ছাত্রদের বিরুদ্ধে৷ ছাত্রকে বস্তা বন্দি অবস্থায় বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ৷ ওই ছাত্র জানিয়েছে , তাঁদের ওপর অকথ্য শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হয়৷ যদিও এই ঘটনায় এখনও মুখ খোলেননি না বিশ্বভারতী কর্তৃপক্ষ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

9 + seventeen =