কলকাতা: তিনজনকে ডিলিট দিচ্ছে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়। এঁরা হলেন সাহিত্যিক সঞ্জীব চট্টোপাধ্যায়, নৃত্যশিল্পী সোনাল মানসিং এবং তবলাবাদক পণ্ডিত স্বপন চৌধুরী। বুধবার বিশ্ববিদ্যালয়ের ৪৪ তম সমাবর্তন অনুষ্ঠান হতে চলেছে।
সেদিনই এই সাম্মানিক তুলে দেওয়া হবে তাঁদের হাতে। এছাড়াও, নৃত্যশিল্পী কলাবতী দেবী, নাট্যকার মায়া ঘোষ, সঙ্গীতশিল্পী মণিলাল নাগ এবং ভিজুয়াল আর্টসের শিল্পী ওয়াসিম কাপুরকে রাজ্য অ্যাকাডেমি পুরস্কার দেওয়া হবে। এমনটাই জানিয়েছেন উপাচার্য সব্যসাচী বসু রায়চৌধুরী। পাশাপাশি, লোকাচার বিদ্যায় গবেষণার জন্য শুভেন্দু মাইতিকে দীনেশচন্দ্র সেন স্মারক পুরস্কার দেওয়া হবে। উল্লেখ্য, বুধবার জোড়াসাঁকো ক্যাম্পাসে সকাল ১০টা থেকে শুরু হবে সমাবর্তন অনুষ্ঠান।