প্রশ্ন ফাঁসের কেলেঙ্কারি রুখতে শিক্ষকদের উপর ভরসা হারাল সংসদ?

কলকাতা: প্রশ্ন ফাঁসের কেলেঙ্কারি রুখতে আরও কড়া পদক্ষেপ নিল মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক বোর্ড৷ এতদিন বোর্ডের নির্দেশে শর্তসাপেক্ষে মাত্র চার জনের কাছে মোবাইল রাখতে পারতেন৷ কিন্তু, এবার থেকে তাও আর রাখা যাবে না৷ পরীক্ষা চলাকালীন মোবাইল ব্যবহারের উপর সম্পূর্ণ বিধিনিষেধ চাপিয়ে নির্দেশিকা প্রধান শিক্ষক ও শিক্ষকদের পাঠানো হয়েছে বলে বোর্ড সূত্রে খবর৷ এতদিন পরীক্ষা পরিচালনায়

প্রশ্ন ফাঁসের কেলেঙ্কারি রুখতে শিক্ষকদের উপর ভরসা হারাল সংসদ?

কলকাতা: প্রশ্ন ফাঁসের কেলেঙ্কারি রুখতে আরও কড়া পদক্ষেপ নিল মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক বোর্ড৷ এতদিন বোর্ডের নির্দেশে শর্তসাপেক্ষে মাত্র চার জনের কাছে মোবাইল রাখতে পারতেন৷ কিন্তু, এবার থেকে তাও আর রাখা যাবে না৷ পরীক্ষা চলাকালীন মোবাইল ব্যবহারের উপর সম্পূর্ণ বিধিনিষেধ চাপিয়ে নির্দেশিকা প্রধান শিক্ষক ও শিক্ষকদের পাঠানো হয়েছে বলে বোর্ড সূত্রে খবর৷

এতদিন পরীক্ষা পরিচালনায় সেন্টার ইন চার্জ, সেন্টার সেক্রেটারি, ভেনু সুপারভাইজার এবং কাউন্সিল মনোনীত প্রতিনিধিরা ফোন রাখতে পারতেন৷ কিন্তু গত বছর মাধ্যমিকে পরীক্ষাকেন্দ্রে পৌঁছনোর আগেই যেভাবে প্রশ্নফাঁস হয়ে হওয়ায় এবার কোনও রকম ঝুঁকি নিতে চাইছে না সংসদ৷ প্রশ্ন উঠছে, তাহলে কি নিজেদের লোকজনের উপরই ভরসা রাখতে পারছেন না সংসদ কর্তারা?

শিক্ষক প্রতিনিধিদের উপর বিধিনিষেধ চাপানোর পাশাপাশি পরীক্ষাকেন্দ্রে পর্যাপ্ত পুলিশি মোতায়েন ব্যবস্থাও রাখা হচ্ছে৷ সংসদের তরফে দেওয়া নির্দেশিকায় বলা হয়েছে, উচ্চ মাধ্যমিকের পর একাদশ শ্রেণির পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত মোতায়েন থাকবে পুলিশ৷ পরীক্ষার দিনগুলিতে সকাল সাড়ে ৭টার মধ্যে স্কুলে পৌঁছে যেতে হবে পুলিসকর্মীদের৷ সাধারণত প্রশ্নপত্র পৌঁছনো ও পরে উত্তরপত্র সংসদে নিয়ে যাওয়ার দায়িত্বে একদল পুলিশ থাকে৷ আরেক দল থাকে স্কুলে নিরাপত্তা দেওয়ার জন্য৷ এবার একাদশ পরীক্ষা শেষ হওয়া পর্যন্ত স্কুলে পুলিশি ব্যবস্থা থাকবে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ten − 8 =