বালুরঘাট: প্রশ্নপত্র ফাঁস হাওয়ার ঘটনায় রাজ্যজুড়ে ডিএলএডের দুটি পরীক্ষা বাতিল করল এনআইওএস। বুধবার সংবাদপত্রে বিজ্ঞাপন দিয়ে জানানো হয়েছে, ৫০৬ এবং ৫০৭ বিষয়ের ওই পরীক্ষা দুটি বাতিল হচ্ছে৷ কবে, বাতিল পরীক্ষা নেওয়া হবে, তা সাত দিনের বিজ্ঞপ্তি দিয়ে জানানো হবে বলেও জানানো হয়৷ খুব দ্রুত বাতিল হওয়া পরীক্ষা দেওয়ার জন্য পড়ুয়াদের প্রস্তুত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে৷ নতুন এই পরীক্ষার জন্য কোনও ফি দিতে হবে না বলেও জানানো হয়েছে৷
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
এন আই ও এসের বালুরঘাট কেন্দ্রের অবজারভার অভিজিত্ সরকার জানিয়েছেন, ৫০৬ বিষয়ে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ প্রথমে সামনে এসেছিল। ৫০৭ বিষয়ের প্রশ্নপত্র ফাঁসের বিষয় প্রমাণিত হওয়ার পরেই তার অভিযোগ জানানো হয়েছিল ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে। আর যার পরেই রাজ্যজুড়ে ওই দুটি বিষয়ের পরীক্ষা বাতিল করা হয়েছে। নতুন করে সকলকে ওই দুটি পরীক্ষা দিতে হবে। ২০ এবং ২১ ডিসেম্বর রাজ্যজুড়ে অনুষ্ঠিত ডিএলএডের ৫০৬ এবং ৫০৭ বিষয়ের প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ সামনে আসে।