Aajbikel

নিয়োগের ১৭ বছর পার, এখনও 'ক্যাটেগরি' নিয়ে ধন্দ শিক্ষকদের

 | 
school

কলকাতা: ১, ২ নয়, ১৭ বছর চাকরি করছেন তারা। চাকরি জীবনের এত বছর পরে এসে তারা কোন 'ক্যাটেগরি'তে আছেন তা নিয়ে প্রশ্ন উঠে গেল। সম্প্রতি বিকাশ ভবন এমন এক বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যা নিয়েই শোরগোল শিক্ষকমহলে। এতে যা বলা আছে তাতে কিছু শিক্ষক রাতারাতি এক অবস্থান থেকে অন্য অবস্থানে চলে যেতে পারেন। কিন্তু কী বলা হয়েছে এই বিজ্ঞপ্তিতে? 

বিকাশ ভবন জানিয়েছে, এক বছরের প্রশিক্ষণপ্রাপ্ত যে সব শিক্ষক-শিক্ষিকারা ২০০৬ সালে নিয়োগপত্র পেয়েছিলেন তারা 'এ ক্যাটেগরি' কিনা তা অবিলম্বে জানাতে হবে অ্যাকশন টেকেন রিপোর্ট দিয়ে। যদিও এমনটা না হয়, তখন তাদের চলে যেতে হবে 'বি ক্যাটেগরি'তে। এখন বিষয় হল, যারা সেই সময় নিয়োগ পেয়েছিলেন তারা 'এ ক্যাটেগরি' শিক্ষক-শিক্ষিকা হিসেবেই যোগ দিয়েছিলেন। কিন্তু ২০১৩ সালে তাদের আরও এক বছরের ট্রেনিং দেওয়ার নির্দেশ আসে। বলা হয়, তারা যে সময়ে ট্রেনিং শেষ করে রেজাল্ট পাবেন, তখন থেকেই তারা 'এ ক্যাটেগরি' গণ্য হবেন। 

এই জায়গাতেই প্রবল সমস্যার মধ্যে পড়েছেন বহু শিক্ষক-শিক্ষিকা। আদতে তারা এতদিন 'এ ক্যাটেগরি' হিসেবে কাজ করে যে বেতন পেয়েছেন তা অনেকটাই। এখন সেই অতিরিক্ত বেতন ফেরত দেওয়ার উপক্রম এসেছে। বিভিন্ন জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের তরফে তাদের এমন নির্দেশ দেওয়া হচ্ছে। তবে বিকাশ ভবন বলছে, এক বছরের প্রশিক্ষণ এবং উচ্চ মাধ্যমিকে যারা ৫০ শতাংশের কম নম্বর পেয়ে নিয়োগ পেয়েছেন তারা 'বি ক্যাটেগরি' হিসেবেই গণ্য হবেন। 

Around The Web

Trending News

You May like