অমৃতসর: কোভিড পরিস্থিতিতে দেশের শিক্ষাব্যবস্থার ক্রমেই পরিবর্তন হচ্ছে। দেশে চার মাসের বেশি সময় ধরে বন্ধ দেশের প্রতিটি রাজ্যের স্কুল। অনেক ক্ষেত্রে অনলাইনে ক্লাস নেওয়া হচ্ছে। কিন্তু এখানেও পিছিয়ে পড়েছে দরিদ্র পরিবারের সন্তানরা। এই সমস্যা সমাধানের জন্য সরকারি ও সরকারি সাহায্য প্রাপ্তস্কুলগুলির দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের স্মার্ট ফোন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পঞ্জাব সরকার। যার ফলে ৭৩ হাজার পড়ুয়া উপকৃত হবে বলে মনে করা হচ্ছে।
চলতি শিক্ষাবর্ষে পঞ্জাবে দ্বাদশ শ্রেণির পড়ুয়ার সংখ্যা ৭৩ হাজার ৮২৩ জন। পঞ্জাব সরকারের তরফে প্রাথমিকভাবে জানানো হয়েছে, প্রথম পর্যায়ে ৫৯ হাজার ফোন হাতে এসেছে। প্রথমে ছাত্রীদের হাতে স্মার্ট ফোন তুলে দেওয়া হবে। তারপর ছাত্রদের হাতে স্মার্ট ফোন দেওয়া হবে। তবে সম্পূর্ণ প্রক্রিয়া নভেম্বরে শেষ হবে বলে মনে করা হচ্ছে।
তবে পঞ্জাব প্রশাসনের তরফে করোনা আবহের আগেই এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২০১৮-১৯ অর্থবর্ষে পঞ্জাব স্মার্ট কানেক্ট সিম নামের একটি প্রকল্প নিয়ে আসা হয়। এখানে আর্থিকভাবে পিছিয়ে পড়া পড়ুয়াদের ল্যাপটপ, ডেস্কটপ বা ট্যাব দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল পড়াশোনার সুবিধার জন্য।
তবে ডিজিট্যাল ক্লাসের বিরোধিতা একাধিক শিক্ষাকর্মী করেছেন। তাঁদের দাবি দেশের অর্থনৈতিক অবস্থা মোটেই ভালো নয়। এখন দেশের যা পরিস্থিতি তাতে পড়ুয়াদের স্কুলে নিয়ে আসা অনেক ক্ষেত্রে কঠিন হয়ে পড়ে। এই পরিস্থিতি ভার্চুয়াল পড়াশোনা অসম্ভব। অনেকেই মনে করছেন, ক্লাসে পড়াশোনার বিকল্প কখনই অনলাইনে ক্লাস হয় না।