সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের স্যাম্পেল পেপার প্রকাশ

সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের স্যাম্পেল পেপার প্রকাশ

নয়াদিল্লি: সিটিইটি পরীক্ষার আয়োজক সংস্থা সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন বা সিবিএসই সম্প্রতি স্যাম্পেল পেপার প্রকাশ করেছে৷ এই পরীক্ষা দেওয়ার জন্য আবেদনপত্র দাখিল করা পরীক্ষার্থীরা ctet.nic.in-এ গিয়ে এই স্যাম্পেল পেপার ডাউনলোড করতে পারবেন। এবছর অনলাইনে এই পরীক্ষা নেওয়া হবে বলে সিবিএসইর তরফে জানানো হয়েছে। 

এবছর পরীক্ষার প্রশ্নপত্রেও কয়েকটি বদল আনা হয়েছে। এবছরের পরীক্ষার্থীদের ফ্যাকচুয়াল জ্ঞানের পরিবর্তে কোনও একটি বিষয়ের কনসেপ্টের ওপর জ্ঞানের বিষয়টি আরও বেশি করে পরীক্ষা করার জন্য সেই ভাবে প্রশ্নপত্র করা হবে বলে জানানো হয়েছে। পরীক্ষার্থীদের এই নতুন ধরনের প্রশ্নের সঙ্গে পরিচিত করতেই এই স্যাম্পেল পেপার সিবিএসইর তরফে প্রকাশ করা হয়েছে। এই স্যাম্পেল পেপারে মাল্টিপেল চয়েজ প্রশ্ন রাখা রয়েছে। চারটি অপশনের মধ্যে সঠিক অপশনটি হলুদ রং দিয়ে চিহ্নিত করা রয়েছে। পরীক্ষার প্যাটার্ন সম্পর্কে আরও ভালো ভাবে বোঝার জন্য এই স্যাম্পেল পেপারটির প্রশ্নগুলি পড়ুয়াদের অভ্যাস করতে হবে৷
 

ডাউনলোড পদ্ধতি
প্রথমেই সিটিইটির সরকারি ওয়েবসাইট ctet.nic.in-এ গিয়ে ‘CTET sample paper 2021’ লিঙ্কে ক্লিক করলেই সিটিইটি পরীক্ষার স্যাম্পেল পেপার খুলে যাবে। এই স্যাম্পেল পেপারটি ডাউনলোড করে নিজেদের সুবিধার্থে রেখে দিতে হবে।

এই পরীক্ষা চলবে আগামী ডিসেম্বর মাসের ১৬ তারিখ থেকে জানুয়ারি মাসের ১৩ তারিখ পর্যন্ত৷ এই বছর অনলাইনের মাধ্যমে  মোট ২টি শিফটে এই পরীক্ষা নেওয়া হবে। প্রথম শিফটে সকাল ৯.৩০ থেকে দুপুর ১২টা পর্যন্ত এবং দ্বিতীয় শিফটে দুপুর ২.৩০ থেকে বিকেল ৫টা পর্যন্ত পরীক্ষা নেওয়া হবে। এছাড়াও পরীক্ষার্থীদের জন্য বিনামূল্যে অনলাইন মক-টেস্টেরও ব্যবস্থা করবে সিবিএসই। এই কাজের জন্য বিভিন্ন জেলায় ফ্যাসিলিটেশন সেন্টার তৈরি করা হবে।
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

10 + two =