ইউপিএসসি সিভিল সার্ভিসের প্রিলিমের অ্যাডমিট কার্ড প্রকাশ

ইউপিএসসি সিভিল সার্ভিসের প্রিলিমের অ্যাডমিট কার্ড প্রকাশ

নয়াদিল্লি: ১৬ সেপ্টেম্বর ইউপিএসসি সিভিল সার্ভিসের প্রিলিমের অ্যাডমিট কার্ড প্রকাশিত হয়েছে। পরীক্ষার্থীরা ইউপিএসসির ওয়েবসাইট upsc.gov.in-এ গিয়ে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন। ১০ অক্টোবর পর্যন্ত ইউপিএসসির সাইটে অ্যাডমিট কার্ডটি পাওয়া যাবে৷ ইউপিএসসি সিভিল সার্ভিসের প্রিলিমের পরীক্ষা হতে চলেছে আগামী ১০ অক্টোবর৷ কর্তৃপক্ষের তরফে আগে থেকেই ভারতের বিভিন্ন জায়গায় পরীক্ষা কেন্দ্র  ঠিক করে রাখা হয়েছে৷ প্রিলিম পরীক্ষায় বসতে গেলে পরীক্ষার হল টিকিটটি ডাউনলোড করে নেওয়া জরুরি৷  

ডাউনলোড পদ্ধতি
ইউপিএসসির অফিসিয়াল ওয়েবসাইট upsc.gov.in-এ  গিয়ে হোম পেজে অ্যাডমিট কার্ড লিঙ্কে ক্লিক করলে এখানে একটি নতুন পেজ খুলবে। সেখানে অ্যাডমিট কার্ডের ইউপিএসসি লিঙ্কে ক্লিক করলে ইউপিএসসি সিভিল সার্ভিস প্রিলিমস অ্যাডমিট কার্ড ২০২১-এর লিঙ্ক পাওয়া যাবে। এই লিঙ্কে ক্লিক করার পর নিজেদের লগ ইনের বিবরণ দিতে হবে পরীক্ষার্থীদের। এবার অ্যাডমিট কার্ড স্ক্রিনে দেখা যাবে৷ সেই অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করে একটা প্রিন্ট আউট বা হার্ড কপি নিজের কাছে রাখতে হবে৷ 

করোনার দ্বিতীয় ঢেউয়ের জেরে ইউপিএসসি সিভিল সার্ভিস প্রিলিমস পরীক্ষার দিন পিছিয়ে দেওয়া হয়৷ গত ২৭ জুন পরীক্ষা হওয়ার কথা ছিল৷ অ্যাডমিট কার্ড প্রকাশের পরই পরীক্ষার্থীদের উদ্দেশে নিয়ামক কর্তৃপক্ষ বার্তা দিয়ে বলেছে, পরীক্ষা শুরুর তিন সপ্তাহ আগে কোনও ধরনের অ্যাডমিট কার্ড বা পরীক্ষার্থী হওয়ার প্রমাণ না জোগাড় করতে পারলে তাঁদের অবশ্যই  কমিশনের সঙ্গে যোগাযোগ করতে হবে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

9 + six =