শিক্ষিকাকে প্রায় বিবস্ত্র করে মার! দোষীদের শাস্তির দাবিতে কালো ব্যাজ পরে প্রতিবাদ

শিক্ষিকাকে প্রায় বিবস্ত্র করে মার! দোষীদের শাস্তির দাবিতে কালো ব্যাজ পরে প্রতিবাদ

কলকাতা: কয়েক দিন আগে দক্ষিণ দিনাজপুরের হিলি ব্লকের ত্রিমোহিনী প্রতাপ চন্দ্র উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের এক শিক্ষিকার ওপর চড়াও হয় বহিরাগত দুষ্কৃতিরা। বিদ্যালয়ের স্টাফ রুমে ঢুকে তাঁকে কার্যত বিবস্ত্র করে আক্রমণ করে তাঁরা, এমনই অভিযোগ। ‘শিক্ষক-শিক্ষাকর্মী-শিক্ষানুরাগী ঐক্য মঞ্চ’ এই ঘটনাকে শিক্ষা জগতের ঘৃণ্যতম একটি ঘটনা হিসেবেই দেখছে। দোষীদের কঠোর শাস্তি দাবি করেছে তাঁরা।

আরও পড়ুন- পার্থ ‘ঘনিষ্ঠ’ অর্পিতার বাড়িই ছিল স্কুলে বেআইনি নিয়োগের আখড়া, আদালতে দাবি ED-র

এই ঘটনার বিরুদ্ধে ‘শিক্ষক-শিক্ষাকর্মী-শিক্ষানুরাগী ঐক্য মঞ্চ’-এর পক্ষ থেকে সারা রাজ্যের বিভিন্ন স্কুলে শিক্ষক-শিক্ষাকর্মীদের বুকে কালো ব্যাজ পরে প্রতিবাদের ডাক দেওয়া হয়। একই সঙ্গে এই ঘটনায় জড়িত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং ধিক্কার জানিয়ে প্রতিবাদ দিবসের ডাক দেওয়া হয়। এই আহ্বানে সাড়া দিয়ে রাজ্যের বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষা কর্মীগণ এই ঘটনার প্রতিবাদে কালো ব্যাজ ধারণ করেন এবং এই ঘটনার বিরুদ্ধে ধিক্কার জানান। মঞ্চের সভাপতি বিশ্বজিত মিত্র, রাজ্য সম্পাদক কিংকর অধিকারী জানান, আমরা দাবি করছি শুধু গ্রেফতার নয়, প্রকৃত দোষীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।

জানা গিয়েছে, বিদ্যালয়ের নবম শ্রেণির এক ছাত্রী, জায়নাতুন খাতুন ক্লাস চলাকালীন ক্লাসের বাইরে ঘুরছিল। সেই সময়ে শিক্ষিকা চৈতালি চাকি তাকে দেখতে পেয়ে ধমক দেন। কান টেনে শাস্তি দেন। এরপরেই সেখানে চড়াও হয় ওই ছাত্রীর পরিবার বলে অভিযোগ। স্টাফ রুমে ঢুকে কার্যত ওই শিক্ষিকাকে বিবস্ত্র করে মারধর করা হয়। এই ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়, যার পর থেকে আরও বিতর্ক সৃষ্টি হয়েছে। সব মহলই এই ঘটনাকে লজ্জাজনক বলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × five =