মত বদল করল বেসরকারি স্কুলগুলি, পড়াশুনা কীভাবে হবে

মত বদল করল বেসরকারি স্কুলগুলি, পড়াশুনা কীভাবে হবে

8e00cd48b1e2c3b31bc5c65bdce909a4

কলকাতা: প্রবল গরমে পড়ুয়াদের স্বাস্থ্যের কথা ভেবে গ্রীষ্মের ছুটি আরও বাড়ানোর কথা ঘোষণা করেছে রাজ্য সরকার। সরকারি, আধা সরকারি ও সরকার পোষিত স্কুলগুলিতে ২৬ জুন পর্যন্ত গরমের ছুটি থাকছে। কিন্তু বেসরকারি স্কুলগুলি জানিয়েছিল তারা স্কুল খোলা রাখবে এবং সশরীরেই হবে পড়াশুনা। কিন্তু এখন তারা নিজেদের সিদ্ধান্ত থেকে সরে এল। জানান হয়েছে, অনলাইনেই ক্লাস করাবে তারা।

আরও পড়ুন- জল্পনা সত্যি করে বাড়ল গ্রীষ্মের ছুটি, কত দিন বন্ধ থাকবে স্কুল?

একাধিক বেসরকারি স্কুলের তরফে জানানো হয়েছে ২৬ জুন পর্যন্ত অনলাইনে ক্লাস চলবে। তার পর সরকারি নির্দেশিকা মেনে নেওয়া হবে সিদ্ধান্ত। কিন্তু এই সিদ্ধান্ততেও খুশি নয় অভিভাবকদের একাংশ। তাদের একাংশের বক্তব্য, সবই হচ্ছে শুধু অফলাইন পড়া ছাড়া। তারা সন্তানদের স্কুলে পাঠাতে চাইছেন কিন্তু বারবার অনলাইন ক্লাস করাতে হচ্ছে। অনেকে আবার এও বলছেন যে, মোটা অঙ্কের টাকা খরচ করে যদি স্কুলেই না পাঠানো যায় সন্তানদের তাহলে লাভ কীসের। কিন্তু এসব ভেবে এখন আর লাভ নেই। কারণ সিদ্ধান্ত ইতিমধ্যেই নিয়ে নিয়েছে বেসরকারি স্কুল কর্তৃপক্ষ।

তীব্র দাবদাহে নাকাল দক্ষিণবঙ্গের মানুষ৷ উত্তরে বর্ষ ঢুকলেও দক্ষিণে তার দিক্ষণ্য এখনও মেলেনি৷ এই পরিস্থিতিতেই পড়ুয়াদের নিয়ে উদ্বেগ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ সেই প্রেক্ষিতেই গরমের ছুটি বেড়েছে। বৈশাখের তাপপ্রবাহে স্কুলে গ্রীষ্মের ছুটি শুধু এগিয়ে আনাই হয়নি, বাড়ানো হয়েছিল মেয়াদও। জ্যৈষ্ঠের প্রবল দহনে স্কুলে তাই আরও ১৫ দিন বাড়ল এই ছুটির মেয়াদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *