সাড়ে ১৬,০০০! ভোটের মুখে প্রাথমিক শিক্ষকদের মেধা তালিকা প্রকাশিত

সাড়ে ১৬,০০০! ভোটের মুখে প্রাথমিক শিক্ষকদের মেধা তালিকা প্রকাশিত

কলকাতা: কয়েক সপ্তাহ পরে বাংলায় বিধানসভা নির্বাচন এবং আর কয়েকদিন পরেই ভোটের দিনক্ষণ ঘোষণা। এই পরিস্থিতিতে আজ প্রাথমিক শিক্ষকদের মেধা তালিকা প্রকাশ করা হল। সাড়ে ১৬,০০০ শূন্যপদে মেধা তালিকা প্রকাশ করা হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা অনুযায়ী এই সিদ্ধান্ত নিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ।

মেধা তালিকা প্রকাশ নিয়ে রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছেন, যারা প্রশিক্ষণপ্রাপ্ত এবং টেট পাস করা, তাদের তালিকা তৈরি করা হয়েছিল। মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী সেই তালিকা প্রকাশ করা হয়েছে। যদিও শুধুমাত্র ভোটের মুখে এই তালিকা প্রকাশ পেয়েছে বলে মানতে চাননি শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তিনি বলছেন, বহুদিন ধরেই মেধাতালিকা প্রকাশ করার প্রক্রিয়া চলছিল। ‌মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে উদ্যোগ নিয়েছিলেন তা প্রকাশ করার। সেই মতই আজ প্রাথমিক শিক্ষকদের মেধাতালিকা প্রকাশ পেয়েছে। প্রসঙ্গত, গত ১১ ডিসেম্বর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণার পর ২৩ ডিসেম্বর প্রাথমিক শিক্ষা পর্ষদ ১৬ হাজার ৫০০ শূন্য পদের জন্য প্রাথমিক শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি করে। সেখানে উল্লেখ ছিল, যাঁরা টেট উত্তীর্ণ এবং যাঁদের প্রশিক্ষণ রয়েছে, একমাত্র তাঁরাই আবেদন করতে পারবেন। তার পর সেই ঘোষণার ২ মাসের মধ্যেই মেধা তালিকা প্রকাশ করল রাজ্য সরকার। পর্ষদ সূত্রে খবর, প্রার্থীদের নিয়োগপত্র দেওয়ার প্রক্রিয়া খুব তাড়াতাড়ি শুরু হবে। মেধা তালিকা দেখতে নিচের লিঙ্কে ক্লিক করুনঃ http://wbbprimaryeducation.org/View/Results_status_tet.aspx

পার্শ্বশিক্ষক ইস্যুতে ইতিমধ্যেই চাপে রয়েছে রাজ্য সরকার। দীর্ঘ সময় ধরে একাধিক দাবিতে আন্দোলন চালানোর পরেও রাজ্যের তরফে কোনরকম ইতিবাচক পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ তুলছে তারা। অন্যদিকে মাদ্রাসা শিক্ষকদের বিক্ষোভের জেরে কার্যত অস্বস্তিতে রাজ্যের শাসক দল। এই পরিস্থিতির মধ্যে রেকর্ড সময় রাজ্যের প্রাথমিক শিক্ষক নিয়োগের প্রক্রিয়া কার্যত শেষ করল তারা। ২ মাসের মধ্যেই মূলত মেধা তালিকা প্রকাশ হয়ে গিয়েছে। তবে দেখা গিয়েছে, সাড়ে ১৬,০০০ বললেও সব শূন্য পদের মেধাতালিকা প্রকাশ করা হয়নি। অন্যদিকে, স্কুল সার্ভিস কমিশন সাঁওতালি মাধ্যমে স্কুলগুলিতে শিক্ষক নিয়োগের জন্যও চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × 2 =