কলকাতা: আট শতাংশ আদিবাসী পড়ুয়াকে এক কিলোমিটারের বেশি পথ হেঁটে প্রাথমিক স্কুলে যেতে হয়। প্রতীচী ট্রাস্ট বুনিয়াদি স্তরের (৬ থেকে ১৪ বছর) ৬৬১ জন আদিবাসী পড়ুয়ার উপর সমীক্ষা চালিয়েছিল। তাতেই উঠে এসেছে এই তথ্য।
শিক্ষার অধিকার আইনে বলা হয়েছে, কোনও পড়ুয়াকেই যেন এক কিলোমিটারের বেশি দূরে স্কুল যেতে না হয়। কিন্তু এক্ষেত্রে তা হচ্ছে না। ৯৪ শতাংশ পড়ুয়াই অবশ্য স্কুলে যাচ্ছে। যে ৬ শতাংশ এর বাইরে থেকে গিয়েছে, তার মধ্যে ১.৪ শতাংশই কখনও স্কুলের চৌকাঠ পেরোয়নি। খাদ্য, শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান বা কর্মসংস্থান, কোনও ক্ষেত্রেই খুব একটা আশাপ্রদ ছবি উঠে আসেনি। ট্রাস্টের এই প্রাথমিক রিপোর্ট এদিন এশিয়াটিক সোসাইটিতে জমা দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ট্রাস্টের প্রেসিডেন্ট খোদ অমর্ত্য সেন। সমাজের বিশিষ্টরা এই রিপোর্ট নিয়ে মতামত প্রকাশ করেন।