উচ্চ শিক্ষায় দেশের সেরা বাংলার ৪ প্রতিষ্ঠান, ঘোষণা রাষ্ট্রপতির

কলকাতা: দেশের সেরা ১০ কলেজের মধ্যে স্থান করে নিল রহড়া রামকৃষ্ণ মিশন কলেজ ও সেন্ট জেভিয়ার্স কলেজ। এনআইআরএফের র্যাংকিংয়ে দেশের সেরা ১০ কলেজের মধ্যে জায়গা করে নিয়েছে বাংলার দুই কলেজ৷ অন্যদিকে সেরা বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে জায়গা করে নিয়েছে বাংলার আরও দু’টি বিশ্ববিদ্যালয়৷ বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে দেশে পঞ্চম স্থানে কলকাতা৷ ষষ্ঠ স্থানে যাদবপুর৷ দেশের উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানগুলির র্যাঙ্কিং

59dada62d4bcdde9bd9c0221a0d709f7

উচ্চ শিক্ষায় দেশের সেরা বাংলার ৪ প্রতিষ্ঠান, ঘোষণা রাষ্ট্রপতির

কলকাতা: দেশের সেরা ১০ কলেজের মধ্যে স্থান করে নিল রহড়া রামকৃষ্ণ মিশন কলেজ ও সেন্ট জেভিয়ার্স কলেজ। এনআইআরএফের র‌্যাংকিংয়ে দেশের সেরা ১০ কলেজের মধ্যে জায়গা করে নিয়েছে বাংলার দুই কলেজ৷ অন্যদিকে সেরা বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে জায়গা করে নিয়েছে বাংলার আরও দু’টি বিশ্ববিদ্যালয়৷

বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে দেশে পঞ্চম স্থানে কলকাতা৷ ষষ্ঠ স্থানে যাদবপুর৷ দেশের উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানগুলির র‌্যাঙ্কিং কত তা এদিন ঘোষণা করলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ৷ তাতে জানা গিয়েছে, দেশের বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে দেশে পঞ্চম স্থানে রয়েছে কলকাতা এবং ষষ্ঠ স্থানে যাদবপুর।

তালিকায় সবার উপরে রয়েছে আইআইএস বেঙ্গালুরুর৷ দ্বিতীয় স্থানে দিল্লির জেএনইউ৷ তৃতীয় বিএইচইউ৷ চতুর্থ স্থানে রয়েছে ইউনিভার্সিটি অফ হায়দরাবাদ৷ পঞ্চমে কলকাতা বিশ্ববিদ্যালয়৷ ষষ্ঠ স্থানে যাদবপুর বিশ্ববিদ্যালয়। সপ্তমে অন্না ইউনিভার্সিটি৷ অষ্টমে স্থানে অমৃত বিশ্ব বিদ্যাপীঠম বিশ্ববিদ্যালয়৷ নবমে স্থানে মণিপাল অ্যাকাডেমি অফ হায়ার এডুকেশন৷ দশমে সাবিত্রীবাই ফুলে পুনে বিশ্ববিদ্যালয়৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *