প্রাক প্রাথমিক শিক্ষা অবিচ্ছেদ্য অঙ্গ হবে নতুন শিক্ষানীতি: শিক্ষামন্ত্রী

প্রাক প্রাথমিক শিক্ষা অবিচ্ছেদ্য অঙ্গ হবে নতুন শিক্ষানীতি: শিক্ষামন্ত্রী

নয়াদিল্লি: স্কুলের যাওয়ার আগে বাড়িতেই অক্ষরজ্ঞান ও খেলাধুলা মাধ্যমে নানা বিষয় নিজের সন্তানদের শেখানোর চেষ্টা করেন অভিভাবকেরা৷ এখন অনেকে ছোট্ট সন্তানকে পাঠান কিন্ডারগার্ডেন স্কুলেও৷ এই প্রাক স্কুল শিক্ষাও নতুন শিক্ষানীতির অবিচ্ছেদ্য অঙ্গ হতে চলেছে বলে জানালেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল নিশঙ্ক৷ শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল নিশঙ্ক জানিয়েছেন, ৩ থেকে ৬ বছর বয়সী শিক্ষার্থীদের প্রাক-স্কুল শিক্ষা ২০২১ সাল থেকে শিক্ষার অবিচ্ছেদ্য অঙ্গ হয়ে উঠবে৷ টুইটারে মোদী সরকারের নতুন শিক্ষানীতি নিয়ে পড়ুয়াদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিচ্ছিলেন শিক্ষামন্ত্রী৷ সেখানেই প্রাকস্কুল শিক্ষার কথা উল্লেখ করেন তিনি৷

৫+৩+৩+৪ নতুন এই স্কুলের নীতি নিয়ে তাঁকে প্রশ্ন করেন বহু পড়ুয়া৷ সেখানে পোখরিয়াল জানান, নতুন যে শিক্ষানীতি এসেছে তাতে ৩ থেকে ৬ বছর বয়সী শিক্ষার্থীদের প্রাক-স্কুল শিক্ষা ২০২১ সাল থেকে শিক্ষার অবিচ্ছেদ্য অঙ্গ হয়ে উঠবে৷ বর্তমানে ১০+২ এর যে শিক্ষানীতি রয়েছে৷ তাতে একটি শিশু স্কুলে ভর্তি হয় ৬ বছর বয়সে৷ তবে নতুন শিক্ষানীতির ক্ষেত্রে প্রাক স্কুল শিক্ষাও স্কুলের শিক্ষার অঙ্গ হয়ে উঠবে৷ এই শিক্ষানীতি প্রয়োগ করা শুরু হলেই সরকারী স্কুলগুলি নার্সারি ও প্রি-নার্সারি ক্লাস শুরু করা হবে৷ সেইসঙ্গে এই শিক্ষানীতি কথা বলতে গিয়ে শিক্ষামন্ত্রী জানান, কীভাবে এই নতুন শিক্ষানীতির দ্বার পড়ুয়ারা প্রযুক্তি বিদ্যার সঙ্গে পরিচিত হবে৷ প্রযুক্তিবিদ্যা নিয়ে শিক্ষা দেওয়া হবে তাদের৷ কারণ নতুন শিক্ষানীতিতে সেটিও রয়েছে৷

 

শিক্ষামন্ত্রী বলেন, বর্তমান অতিমারী পরিস্থিতির কথা মাথায় রেখে অনলাইন ক্লাসের সঙ্গেও পড়ুয়াদের পরিচিত ঘটানো হবে৷ ভবিষ্যতে যদি ফের এরকম কোনও পরিস্থিতি আসে তখন যাতে শিক্ষার্থীরা তার মোকাবিলা করার জন্য তৈরি থাকে সেই শিক্ষাও দেওয়া হবে তাদের৷ অনলাইন প্ল্যাটফর্ম ‘সয়ম’ ও ‘দিক্ষা’কে সম্প্রসারিত করা বলেও জানান পোখরিয়াল৷ পাশাপাশি অনলাইন পড়াশোনাকেও সাধারণ পড়াশোনার অঙ্গ হিসেবে তুলে ধরার পরিকল্পনা করা হচ্ছে বলে জানান কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

20 + 13 =