গুচ্ছ শর্তে স্কুল খেলার প্রস্তুতি রাজ্যের, পাঠানো হচ্ছে আগাম নির্দেশিকা

 ক্লাসে একটি বেঞ্চে দুজন পড়ুয়া বসতে পারবে। স্কুলে প্রবেশ ও বেরোনোর সময় ১ মিটার দূরত্ব বজায় রাখতে হবে। স্কুলের ভিতরে শিক্ষক ও পড়ুয়াদের বাধ্যতামূলকভাবে মাস্ক পড়ে থাকতে হবে।

কলকাতা:  নিউ নর্মালে ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে রাজ্য-সহ গোটা দেশ। সেইমতো এবার স্কুল খোলার প্রস্তুতিও শুরু করে দিল রাজ্য শিক্ষা দপ্তর৷ যদিও করোনা আবহে স্কুল খোলার ক্ষেত্রে আগে থেকেই  স্কুলগুলিতে বিশেষ নির্দেশিকা পাঠানোর উদ্যোগ নেওয়া হচ্ছে শিক্ষা দফতরের তরফে৷

এর আগে রাজ্য মন্ত্রিসভার বৈঠকের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, ২০ সেপ্টেম্বর পর্যন্ত বন্ধ থাকবে রাজ্যের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান৷ তবে ঠিক কবে থেকে স্কুল খুলবে সে বিষয়ে তখন নির্দিষ্ট করে কিছুই জানানো হয়নি৷ পরে শিক্ষামন্ত্রী জানান, গোটা সেপ্টেম্বর স্কুল বন্ধ থাকবে৷ সংবাদ মাধ্যমের খবর অনুসারে, কঠোরভাবে করোনা সতর্কতা বিধি মেনেই এবার আংশিকভাবে স্কুল খোলার সিদ্ধান্ত নিচ্ছে রাজ্য৷ সতর্কতা বিধি হিসেবে স্কুল খোলার এক সপ্তাহ আগে থেকেই সরকারি স্কুলগুলিতে প্রস্তুতি শুরু করে দিতে হবে৷

আগাম নির্দেশিকায় এবিষয়ে বিস্তারিত জানিয়ে দেওয়া হবে স্কুলগুলিকে৷ সেক্ষেত্রে প্রতিটি স্কুলে একটি করে চেকলিস্ট দেওয়া হবে৷ গোটা স্কুল স্যানিটাইজ করতে হবে৷ স্কুলে প্রবেশ ও বেরোনোর সময় পড়ুয়াদের স্যানিটাইজ করতে হবে৷ ক্লাসে এবং স্কুল চত্বরেও নির্দিষ্ট দূরত্ব বিধি বজায় রাখতে হবে৷ সেক্ষেত্রে ক্লাসে একটি বেঞ্চে দু’জন পড়ুয়া বসতে পারবে৷ স্কুলে প্রবেশ ও বেরোনোর সময় ১ মিটার দূরত্ব বজায় রাখতে হবে। স্কুলের ভিতরে শিক্ষক ও পড়ুয়াদের বাধ্যতামূলকভাবে মাস্ক পড়ে থাকতে হবে। স্কুল চত্বরে কোনো রকম জমায়েত নিষিদ্ধ।

প্রসঙ্গত, গত ৮ সেপ্টেম্বর স্কুল খোলার বিষয়ে নির্দেশিকা জারি করেছে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক। আনলক ফোর পর্বে ওই নির্দেশিকায় বলা হয়েছে, করোনা পরিস্থিতি বিবেচনা করেই স্কুল খোলার ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারবে রাজ্যগুলির সরকার। করোনা সতর্কতা বিধি মেনে ২১ সেপ্টেম্বর থেকে কনটেনমেন্ট জোনের বাইরে স্কুলগুলিতে ক্লাস শুরু করা যাবে। তবে পড়ুয়াদের স্কুলে যাওয়া বাধ্যতামূলক নয় বলেও উল্লেখ করা হয়েছিল ওই নির্দেশিকায়। অভিভাবকদের অনুমতি সাপেক্ষে শুধুমাত্র নবম থেকে দ্বাদশ শ্রেণির পড়ুয়ারা স্বেচ্ছায় স্কুলে যেতে পারবে। এরজন্য পড়ুয়া ও শিক্ষক–‌‌শিক্ষিকাদের স্বাস্থ্য সম্বন্ধীয় একগুচ্ছ সুরক্ষাবিধিও জারি করা হয়েছে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *