পিছল প্রেসিডেন্সিতে স্নাতকোত্তরে ভর্তির প্রবেশিকা পরীক্ষার সূচি, জানুন নতুন নির্ঘণ্ট

পিছল প্রেসিডেন্সিতে স্নাতকোত্তরে ভর্তির প্রবেশিকা পরীক্ষার সূচি, জানুন নতুন নির্ঘণ্ট

00d1614e463f161929d21ac1ae924d59

লকাতা: বদলে গেলে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তরে ভর্তির প্রবেশিকা পরীক্ষার দিনক্ষণ৷ সম্প্রতি পরীক্ষার তারিখ পিছনোর জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে রাজ্য জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড (ডাব্লিউবিজেইইবি)-এর তরফে।

২০২৩-২৪ সালে স্নাতকোত্তরে ভর্তির প্রক্রিয়া শুরু হয়েছে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে। কলা এবং বিজ্ঞান বিভাগের বিভিন্ন বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েশন কোর্সে জন্য ভর্তি হতে পারবেন পড়ুয়ারা। ঠিক হয়েছিল, স্নাতকোত্তরে সমস্ত কোর্সে ভর্তির প্রবেশিকা পরীক্ষা নেওয়া হবে আগামী ৯ জুলাই৷ কিন্তু সেই তারিখে বদল আনা হয়েছে৷ সম্প্রতি জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড নতুন বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে, ৯ জুলাইয়ের পরিবর্তে আগামী ৩০ জুলাই, রবিবার স্নাতকোত্তরে ভর্তির জন্য প্রবেশিকা পরীক্ষা নেওয়া হবে৷ 

২০২৩-২৪  সালে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তরে ভর্তির রেজিস্ট্রশেন শেষ হয় ২০ ফেব্রুয়ারি৷ শুরু হয়েছিল ৩১ জানুয়ারি। স্নাতোকত্তোরে ভর্তির জন্য আবেদনকারী পড়ুয়াদের আগামী ৩০ জুলাই দুপুর ১২টায়  নির্ধারিত পরীক্ষাকেন্দ্রে উপস্থিত হওয়ার কথা জানানো হয়েছে৷ পরীক্ষার অ্যাডমিট কার্ড দেওয়া হবে আগামী ২৪ জুলাই থেকে। প্রবেশিকা পরীক্ষার জন্য আবেদনকারী পড়ুয়ারা ডাব্লিউবিজেইইবি-এর অফিসিয়াল ওয়েবসাইট wbjeeb.nic.in-তে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন।

কেমন হয় এই প্রবেশিকা পরীক্ষা? ওএমআর শিটে পরীক্ষা দিতে হয়৷ প্রতি বিষয়ে পরীক্ষার জন্য যোগ্যতার আলাদা মাপকাঠি রয়েছে। পরীক্ষার দিন বদল হলেও নিয়মে কোনও পরিবর্তন আসছে না বলেই জানানো হয়েছে৷ পরীক্ষার পাঠ্যক্রম এবং প্রতিটি পেপারের সময়ও অপরিবর্তিত থাকছে। 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *