কলকাতা: স্কুল জীবনের প্রথম বড় পরীক্ষা মাধ্যমিকের ফল প্রকাশ করল পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ৷ পর্ষদ সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় ২০১৯ সালের মাধ্যমিক পরীক্ষার ফল ঘোষণা করে জানান, এইবার মোট পাসের হার ৮৬.০৭ শতাংশ৷ বরাবরের মতোই জেলা থেকেই সেরা হয়েছেন বেশি সংখ্যক ছাত্রছাত্রী। মাধ্যমিকের ফলাফলে এবার পূর্ব মেদিনীপুর জেলার সাফল্যের হার সর্বার্ধিক ৯৬.১০ শতাংশ। এর পরেই কলকাতা, পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা। প্রথম তিনে রয়েছে জেলার ৫ কৃতী।
এবার প্রথম স্থানে পেয়েছে সৌগত দাস। পুর্ব মেদিনীপুরের মহম্মদপুর দেশপ্রাণ বিদ্যাপীঠের এই ছাত্রের প্রাপ্ত নম্বর ৬৯৪৷ শতাংশের হিসার বলছে ৯৯.৯৪৷ সৌগতর বাবা অঙ্কের শিক্ষক। বাবার স্কুলেই পড়েছে সৌগত। বাবার কাছে অঙ্ক পড়া ছাড়াও অবশ্য চারজন গৃহশিক্ষক ছিল তাঁর। সৌগত জানিয়েছে, ইংরাজিতে সামান্য দুর্বলতা ছিল তার৷ তবে বারেবারে পাঠ্যবই ভাল করে পড়ে, আর ক্রমাগত অনুশীলন করেই ভয় কেটেছে তাঁর।
প্রিয় বিষয় পদার্থবিদ্যা, জীবন বিজ্ঞান। বিজ্ঞান বিভাগে পড়ে ডাক্তার হতে চায় সৌগত, তাঁর লক্ষ্য দরিদ্রদের সুলভে চিকিৎসার ব্যবস্থা করা। টেস্টের পর থেকেই তাই দিনে ১২ থেকে ১৪ ঘণ্টা নিয়ম করে পড়ত সৌগত। তবে শুধুই পড়াশোনা নয়, ছবি আঁকা আর গল্পের বইয়েও সমান আগ্রহ মাধ্যমিকের এই কৃতীর।