মাধ্যমিক,উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের ব্যাগ-পকেট তল্লাশি করতে পারবে না পুলিশ, নির্দেশ মুখ্য সচিবের

মাধ্যমিক,উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের ব্যাগ-পকেট তল্লাশি করতে পারবে না পুলিশ, নির্দেশ মুখ্য সচিবের

কলকাতা: দশম ও দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষায় দেদার টোকাটুকি ও নকল আমাদের রাজ্যে একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এ রাজ্যে বেশ কয়েকটি স্পর্শকাতর এলাকা তৈরি হয়েছে। তার উপর পরীক্ষা শুরুর আগে প্রশ্ন ফাঁস হওয়াটাও একটা চিন্তার বিষয়৷ মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীরা মোবাইল ফোন বা কোনও ইলেকট্রনিক গ্যাজেট নিয়ে পরীক্ষার হলে ঢুকতে পারবে না। তবে পুলিশি তল্লাশির গণ্ডি ছোট করা হল৷ শনিবার শিক্ষা দফতর, পুলিশ, বিদ্যুৎ ও পরিবহণ দফতরের সঙ্গে বৈঠকে বসেছিলেন মুখ্যসচিব ভগবতী প্রসাদ গোপালিকা। ওই বৈঠকে তিনি সাফ জানান, পরীক্ষা কেন্দ্রগুল পুলিশ মোতায়েন থাকলেও তাঁদের দিয়ে পরীক্ষার্থীদের ব্যাগ, পকেট ইত্যাদি তল্লাশি করানো যাবে না। মুখ্য সচিব জানান, প্রশ্নপত্র ফাঁস বা এই ধরণের জিনিস আটকানোর দায়িত্ব পুলিশের, ব্যাগ তল্লাশি নয়৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *