নতুন ভারতের ভিত্তি এই শিক্ষানীতি, কবিগুরুকে আওড়ে বার্তা প্রধানমন্ত্রীর  |  PM Modi on NEP

নতুন ভারতের ভিত্তি এই শিক্ষানীতি, কবিগুরুকে আওড়ে বার্তা প্রধানমন্ত্রীর  |  PM Modi on NEP

নয়াদিল্লি: কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে আওড়ে এবার জাতীয় শিক্ষা নীতির পক্ষে দরাজ ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ মাতৃভাষায় শিক্ষার ওপর এই জাতীয় শিক্ষানীতি বেশি গুরুত্ব দিচ্ছে বলেও জানিয়েছেন প্রধানমন্ত্রী৷ দায়িত্ব নিয়ে প্রধানমন্ত্রী জানিয়েছেন, এই শিক্ষা নীতি শেখাবে, কীভাবে চিন্তা করতে হয়, কীভাবে দক্ষ হতে হয়৷ জানান শুধু পুঁথিগত বিদ্যা নয়, এখানে কারিগরি শিক্ষার ওপর বেশি গুরুত্ব দেওয়া হয়েছে৷ একইসঙ্গে সময়ের সঙ্গে পাল্লা দিয়ে পড়ুয়াদের সঙ্গে ইন্টারনেটের যোগাযোগ আরও বিস্তার করা হবে বলেও তিনি জানিয়েছেন৷ লম্বা-চওড়া সিলেবাস ও গুচ্ছ-গুচ্ছ পাঠ্যপুস্তকের ব্যবস্থা কমানোর ব্যবস্থা করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি৷

আজ জাতীয় শিক্ষানীতি নিয়ে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ জানান, জাতীয় শিক্ষানীতির দৌলতে পড়ুয়াদের মধ্যে অজানা বিষয় জানার আগ্রহ বাড়বে৷ পড়ুয়ারা নিজেদের ইচ্ছা অনুযায়ী শিক্ষা সুফল নিতে পারবে৷ এই শিক্ষানীতি নতুন ভারতের ভিত্তি তৈরি করবে৷

এদিল প্রধানমন্ত্রী বলেন, জাতীয় শিক্ষা নীতির প্রধান উদ্দেশ্য, শিক্ষার বিকাশ করা৷ শিক্ষা নিয়ে যদি বিতর্ক হলে, তাবেই সফল হব আমরা৷ জাতীয় শিক্ষানীতি নিয়ে ব্যাপক চর্চা চলছে৷ শিক্ষানীতি নিয়ে স্বাস্থ্যকর বিতর্ক হচ্ছে৷ বিতর্ক না হলে আমরা বুঝতে পারবো না কোথায় কী সমস্যা তৈরি হচ্ছে৷ বিতর্ক হলে শিক্ষাব্যবস্থার লাভ হবে৷ ২১ শতকের দেশের ভিত্তি করে এই শিক্ষানীতি তৈরি করা হয়েছে৷ এটাই জাতীয় শিক্ষা নীতির প্রধান লক্ষ্য ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়ার প্রবণতা থেকে বের করে আনতে ববে৷ বিকল্প ব্যবস্থা করতে হবে৷ এই শিক্ষানীতি আবশ্যক ছিল৷ এই শিক্ষানীতি দেশের উত্তম নাগরিক তৈরি করবে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

7 + 4 =