কৃষ্ণনগর: হটাৎ দেখলে মনে হবে শীতকালীন পিকনিকের খাওয়ার আয়োজন চলছে ,কিন্তু ভালো করে খেয়াল করতেই দেখা গেল, না পিকনিক নয়, পিকনিকের আদলে আসলে চলছে পরীক্ষা। রীতিমতো ডেকোরেটর্সের টেবিল চেয়ার ভাড়া করে কলেজের ছাদে নেওয়া হচ্ছে পরীক্ষা।
পরীক্ষা নেওয়ার নামে প্রহসনের চিত্র উঠে এসেছে নদীয়ার শান্তিপুর কলেজে। যেখানে শুক্রবার নেওয়া হল প্রথম বর্ষের ইংরেজি পরীক্ষা। এবার রানাঘাট কলেজের প্রথম বর্ষের ছাত্রদের সিট পড়েছে নদীয়ার শান্তিপুর কলেজে। অভিযোগ,কলেজ কতৃপক্ষ ঘরের ভিতর ছাত্রদের পরীক্ষায় বসার ব্যবস্থা না করে তিন তলা বিল্ডিং এর ছাদের উপরে বসে পরীক্ষা নেওয়া হচ্ছে পড়ুয়াদের। স্বাভাবিক ভাবেই কার্যত বাধ্য হয়ে রোদ্দুরের মধ্যেই পরীক্ষা দিতে হচ্ছে ছাত্রদের।
অভিযোগ, কড়া রোদের মধ্যে আড়াই ঘণ্টা পরীক্ষা দিতে সমস্যা হচ্ছে পড়ুয়াদের। পাশাপাশি প্রশ্ন উঠছে এক টেবিলে মুখোমুখি বসে পরীক্ষা নেওয়ায় আদৌ কি পরীক্ষা নিয়ে ছাত্রদের মানের মাপকাঠি নির্ণয় সম্ভব হবে? অভিযোগ,এই বিষয়ে কলেজ কতৃপক্ষকে বারবার জানানোর চেষ্টা করা হলেও কোনো কথা শুনতে চায়নি কলেজ কতৃপক্ষ।পাশাপাশি এই বিষয়ে কোনো মন্তব্যও করতে অস্বীকার করেছেন শান্তিপুর কলেজের অধ্যক্ষ চন্দ্রিমা ভট্টাচার্য।