মাধ্যমিকে পর্ষদের নির্দেশিকায় চূড়ান্ত বিভ্রান্ত শিক্ষকদের একাংশ

কলকাতা: চলতি বছরের মাধ্যমিক পরীক্ষা সুষ্ঠু ভাবে সম্পন্ন করতে পর্ষদের নির্দেশিকা ঘিরে বিভ্রান্ত পরীক্ষা কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রধান শিক্ষক, সহকারী প্রধানরা৷ ভেন্যু সুপারভাইজার সহকারী প্রধান শিক্ষক বা স্কুলের সবচেয়ে অভিজ্ঞ শিক্ষকই হবেন। যিনি তাঁর পরীক্ষা কেন্দ্র বা ভেন্যুর যাবতীয় দায়িত্বে থাকবেন। গত বছর পর্যন্ত শুধু প্রধান শিক্ষকরাই তা হতে পারতেন। সে ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রধান শিক্ষকের ভূমিকা

মাধ্যমিকে পর্ষদের নির্দেশিকায় চূড়ান্ত বিভ্রান্ত শিক্ষকদের একাংশ

কলকাতা: চলতি বছরের মাধ্যমিক পরীক্ষা সুষ্ঠু ভাবে সম্পন্ন করতে পর্ষদের নির্দেশিকা ঘিরে বিভ্রান্ত পরীক্ষা কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রধান শিক্ষক, সহকারী প্রধানরা৷ ভেন্যু সুপারভাইজার সহকারী প্রধান শিক্ষক বা স্কুলের সবচেয়ে অভিজ্ঞ শিক্ষকই হবেন। যিনি তাঁর পরীক্ষা কেন্দ্র বা ভেন্যুর যাবতীয় দায়িত্বে থাকবেন।

গত বছর পর্যন্ত শুধু প্রধান শিক্ষকরাই তা হতে পারতেন। সে ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রধান শিক্ষকের ভূমিকা এ বার কী হবে, তা নিয়ে কোনও ব্যাখ্যা নেই। যদিও মূল পরীক্ষা কেন্দ্রের প্রধান শিক্ষক সেন্টার সেক্রেটারি হবেন৷ সূত্রের খবর, নদিয়ার কৃষ্ণনগরে বৃহস্পতিবার মাধ্যমিকের চূড়ান্ত প্রস্তুতি বৈঠকে এ নিয়ে শিক্ষক-শিক্ষিকাদের প্রশ্নের মুখে পড়েন পর্ষদ সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়৷

দ্বিতীয় ভাষা ইংরেজির প্রশ্নপত্রের প্যাকেট ১১টা ৪০ মিনিটের আগে খোলা যাবে না। এমনকী পরীক্ষা কেন্দ্রে ইনভিজিলেটরের সইয়ের সময়ই অফিসার ইন চার্জের সইয়ের রাবার স্ট্যাম্প (ফ্যাক্সিমিলি) মারা হবে। ঘরে একসঙ্গে সব পরীক্ষার্থীর খাতায় অফিসার ইন চার্জের সইয়ের রাবার স্ট্যাম্প মারায় বিশৃঙ্খলা হতে পারে বলে আশঙ্কা শিক্ষকমহলে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × 3 =