উচ্চ মাধ্যমিকের পরীক্ষা বিধিতে বড়সড় পরিবর্তন আনল সংসদ

কলকাতা: পরীক্ষা শুরুর দু’দিন পর বিজ্ঞপ্তি বদল করল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ৷ পরীক্ষাকেন্দ্রে ঢোকার সময়সীমা বদলের বিজ্ঞপ্তি সংসদের৷ বৃহস্পতিবার উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের সকাল ৯টার বদলে ৯টা ১৫ মিনিটের মধ্যে পরীক্ষাকেন্দ্রে ঢুকলেই হবে৷ এদিন পরীক্ষার শুরু হওয়ার পর সংসদের তরফে জানানো হয়, অবিরাম বৃষ্টির কারণে দুপুর ১টা ১৫

5203d87fb1b132671b5acd44fe5f9598

উচ্চ মাধ্যমিকের পরীক্ষা বিধিতে বড়সড় পরিবর্তন আনল সংসদ

কলকাতা: পরীক্ষা শুরুর দু’দিন পর বিজ্ঞপ্তি বদল করল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ৷ পরীক্ষাকেন্দ্রে ঢোকার সময়সীমা বদলের বিজ্ঞপ্তি সংসদের৷

বৃহস্পতিবার উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের সকাল ৯টার বদলে ৯টা ১৫ মিনিটের মধ্যে পরীক্ষাকেন্দ্রে ঢুকলেই হবে৷ এদিন পরীক্ষার শুরু হওয়ার পর সংসদের তরফে জানানো হয়, অবিরাম বৃষ্টির কারণে দুপুর ১টা ১৫ মিনিটের বদলে পরীক্ষা চলবে দেড়টা পর্যন্ত৷ পরীক্ষা কেন্দ্রে ১ ঘণ্টা আগে ঢোকার নির্দেশও পরিবর্তন করা হয়৷ পরীক্ষাকেন্দ্রে ঢুকোর সময় ১৫ মিনিট পিছিয়ে দেওয়া হয়৷ অন্যদিকে, আজ পরীক্ষা চলীকালীন তিন পরীক্ষার্থীর কাছ থেকে মোবাইল উদ্ধার হয়েছে। বাতিল করা হয়েছে তাদের পরীক্ষা৷

এর আগে একাধিক শিক্ষক সংগঠনের তরফে পরীক্ষাকেন্দ্রে ঢোকার সময়সীমা বাড়ানোর দাবি করা হয়৷ কিন্তু, তাতে আমল দেয়নি শিক্ষা দপ্তর৷ কিন্তু, পরীক্ষা শুরুর দু’দিন পর বিজ্ঞপ্তি জারি করে সময় কিছুটা পেছানোর সিদ্ধান্ত নেওয়া হয়৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *