ইনস্টিটিউট অফ ব্যাঙ্কিং পার্সোনেল সিলেকশন প্রিলিমের ফলপ্রকাশ

ইনস্টিটিউট অফ ব্যাঙ্কিং পার্সোনেল সিলেকশন প্রিলিমের ফলপ্রকাশ

নয়াদিল্লি: আইবিপিসি আরআরবি ক্লার্ক প্রিলিম পরীক্ষার ফল প্রকাশতি হল। ইনস্টিটিউট অফ ব্যাঙ্কিং পার্সোনেল সিলেকশনের অফিসিয়াল ওয়েবসাইট ibps.in-এ গিয়ে রেজাল্ট দেখতে পারবেন পরীক্ষার্থীরা। রেজিস্ট্রেশন নম্বর, জন্মের তারিখ ও পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে স্কোরকার্ড ডাউনলোড করা যাবে সাইট থেকে।

ডাউনলোড পদ্ধতি
প্রথমে ইনস্টিটিউট অফ ব্যাঙ্কিং পার্সোনেল সিলেকশনের অফিসিয়াল ওয়েবসাইট ibps.in-এ গিয়ে ফ্ল্যাশ মেসেজে হোম স্ক্রিনের প্রয়োজনীয় লিঙ্কে ক্লিক করতে হবে। দরকার হলে পৃথক লিঙ্ক হিসাবে আইবিপিসি আরআরবি ক্লার্ক স্কোর কার্ড ২০২১-এ ক্লিক করতে হবে৷ এবার লগ ইন করতে রোল নম্বর, পাসওয়ার্ড বা জন্মের তারিখ দিতে হবে পরীক্ষার্থীকে। এরপরই রেজাল্ট স্ক্রিনে দেখা যাবে। এখান থেকে ডাউনলোড করতে হবে স্কোর কার্ডটি। পরে কাজে লাগার জন্য ডাউনলোড রেজাল্ট প্রিন্টআউট করে রাখতে হবে নিজের কাছে।

আগামী ১৭ অক্টোবর পর্যন্ত আইবিপিসি আরআরবি গ্রুপ বি অফিস অ্যাসিস্ট্যান্ট ও ক্লার্ক পরীক্ষার রেজাল্ট অফিসিয়াল ওয়েবসাইটে দেওয়া থাকবে। নির্ধারিত সময়ের মধ্যেই পরীক্ষার্থীদের এই পরীক্ষার রেজাল্টের প্রিন্ট আউট নিতে হবে। প্রিলিমে পাশ করা পরীক্ষার্থীরাই মেন পরীক্ষায় বসার সুযোগ পাবেন। শীঘ্রই প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটে মেন পরীক্ষার দিন ঘোষণা হবে। প্রিলিমস,মেন ও ইন্টারভিউয়ের মাধ্যমেই প্রার্থী বাছাই করে কর্তৃপক্ষ।
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

sixteen + ten =