টেস্টে অনুত্তীর্ণ পড়ুয়াদের মাধ্যমিকে বসার সুযোগ, জারি সরকারি বিজ্ঞপ্তি!

মুর্শিদাবাদ: টেস্ট পরীক্ষায় উত্তীর্ণ না হলেও পরীক্ষার্থীরা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় বসতে পারবে৷ শুক্রবার মুর্শিদাবাদের মধ্যশিক্ষা পর্ষদের স্কুল জেলা পরিদর্শকের অফিস থেকে বেরহামপুর ব্লক এবং পুরসভার স্কুলগুলিকে পাঠানো এমনই একটি বিজ্ঞপ্তি ঘিরে তৈরি হয়েছে জল্পনা৷ এই বিজ্ঞপ্তিকে নজিরবিহীন বলে উল্লেখ করেছে মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতি৷ মধ্যশিক্ষা পর্ষদের কোন নিয়ম বিধি মেনে এই নির্দেশিকা জারি

টেস্টে অনুত্তীর্ণ পড়ুয়াদের মাধ্যমিকে বসার সুযোগ, জারি সরকারি বিজ্ঞপ্তি!

মুর্শিদাবাদ: টেস্ট পরীক্ষায় উত্তীর্ণ না হলেও পরীক্ষার্থীরা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় বসতে পারবে৷ শুক্রবার মুর্শিদাবাদের মধ্যশিক্ষা পর্ষদের স্কুল জেলা পরিদর্শকের অফিস থেকে বেরহামপুর ব্লক এবং পুরসভার স্কুলগুলিকে পাঠানো এমনই একটি বিজ্ঞপ্তি ঘিরে তৈরি হয়েছে জল্পনা৷

এই বিজ্ঞপ্তিকে নজিরবিহীন বলে উল্লেখ করেছে মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতি৷ মধ্যশিক্ষা পর্ষদের কোন নিয়ম বিধি মেনে এই নির্দেশিকা জারি করা হয়েছে সে বিষয়ে উঠছে প্রশ্ন৷ এই নির্দেশিকাকে ‘‘ঐতিহাসিক ও নজিরবিহীন” বলে উল্লেখ করেছেন সমিতির সদস্যরা৷ একইসঙ্গে এর মাধ্যমে ডি আই সরকারি শিক্ষার ব্যবস্থাকেই অপমান করলেন ড়লেও মত প্রকাশ করেন তারা৷ স্বভাবতই প্রশ্ন উঠছে “এবার থেকে কি তাহলে টেস্ট পরীক্ষাই কি উঠে যাবে?’ অবিলম্বে এই আধিকারিকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা উচিত শিক্ষা দপ্তরের, এমনটাই দাবি জানিয়েছেন তারা৷

টেস্টে অনুত্তীর্ণ পড়ুয়াদের মাধ্যমিকে বসার সুযোগ, জারি সরকারি বিজ্ঞপ্তি!

এবিষয়ে শিক্ষক শিক্ষাকর্মী শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের রাজ্য সম্পাদক কিঙ্কর অধিকারী বলেন, ‘‘কোন জেলার ডিআই কোনোভাবে এই নির্দেশ দিতে পারেন না কোনো বিদ্যালয়েকে৷ একটি বিদ্যালয়ের স্বাধিকারের উপর হস্তক্ষেপ এটি৷ বিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করে থাকে৷ এটাই নিয়ম৷ তীব্র প্রতিবাদ জানাই ডিআই-এর এই নির্দেশকে৷ অবিলম্বে এই নির্দেশ প্রত্যাহারের দাবি জানাচ্ছি৷’’ ঐক্য মঞ্চের পক্ষ থেকে শিক্ষামন্ত্রী, শিক্ষা দপ্তর, মুর্শিদাবাদ জেলার ডিআইয়ের কাছে এই নির্দেশের বিরুদ্ধে প্রতিবাদপত্র পাঠানো হয়েছে বলেও জানিয়েছেন তিনি৷

মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির দক্ষিণ ২৪ পরগনা জেলা সম্পাদক অনিমেষ হালদার বলেন, ঐতিহাসিক৷ নজিরবিহীন৷ তীব্র প্রতিবাদ জানাই৷ এর মাধ্যমে ডিআই সরকারি শিক্ষার ব্যবস্থাকেই অপমান করলেন৷ এটি পরীক্ষা ব্যবস্থাকে সম্পূর্ণ প্রহসনে পরিণত করার একটি সরকারি নির্দেশ৷ এবার থেকে তাহলে টেস্ট পরীক্ষাই কি উঠে যাবে? একজন ডিআই কীভাবে এই রকম নির্দেশ দিতে পারেন?অবিলম্বে এই ডিআইয়ের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা উচিত শিক্ষা দপ্তরের৷’’

মুর্শিদাবাদের শিক্ষক নেতা তন্ময় ঘোষ এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করে বলেছেন, ডিআইয়ের উচিত অবিলম্বে এই নির্দেশ প্রত্যাহার করা৷ শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের কাজে আধিকারিকদের হস্তক্ষেপ করা কাম্য নয়৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

18 + 17 =