কলকাতা: সরকারি স্কুলগুলির হাল দিনদিন খারাপ হচ্ছে। ইতিউতি এই মন্তব্য শোনা যে যায় না তা বলা যাবে না। কিন্তু এই মন্তব্য বাস্তব কতটা? সে নিয়ে এতদিন তর্ক চলেছে। তবে মাধ্যমিকের ফল বেরনোর পর তর্ক যে থামবে তা বলা যায়, একই সঙ্গে বাড়বে উদ্বেগও। কারণ যে মেধা তালিকা প্রকাশ পেয়েছে তাতে মাত্র ১ জন পড়ুয়া আছে সরকারি স্কুলের।
শুক্রবার প্রকাশ পেয়েছে মাধ্যমিকের ফল। দেখা গিয়েছে, ১৬ জেলার ১১৮ জন পড়ুয়ার নাম প্রথম দশে আছে। আর সেই তালিকায় সরকারি স্কুলের পড়ুয়ার সংখ্যা মাত্র ১। কলকাতার হিন্দু, হেয়ার, বেথুন সহ রাজ্যে এখন ৩৯ টি সরকারি স্কুল চলছে। প্রত্যেকটি স্কুল থেকেই মাধ্যমিক দিয়েছিল ছাত্রছাত্রীরা। তাদের মধ্যে মাত্র একজন এই মেধাতালিকায় স্থান করতে পেরেছে। স্বাভাবিকভাবেই এই নিয়ে প্রশ্ন উঠেছে যে সরকারি স্কুলগুলিতে তাহলে কী পড়াশুনা চলছে?
” style=”border: 0px; overflow: hidden”” title=”এখনই বাতিল হচ্ছে না, ৩২ হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি!” width=”853″>
শিক্ষক মহলের অবশ্য বক্তব্য, এর মূল কারণ শূন্য পদের সমস্যা। এই প্রেক্ষিতে আগামিদিনে কতজন শিক্ষার্থী ভর্তি হওয়ার আগ্রহ প্রকাশ করবে সরকারি স্কুলে, সে বিষয় নিয়েও আশঙ্কা প্রকাশ করা হয়েছে। পশ্চিমবঙ্গ সরকারি স্কুল শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক জানিয়েছেন, এই সমস্যা নিয়ে একাধিকবার কথা বলা হলেও কোনও লাভ হয়নি।