মেধাতালিকার ১১৮ জনের মধ্যে সরকারি স্কুলের পড়ুয়া মাত্র ১! মাধ্যমিকের ফলে উদ্বেগ

মেধাতালিকার ১১৮ জনের মধ্যে সরকারি স্কুলের পড়ুয়া মাত্র ১! মাধ্যমিকের ফলে উদ্বেগ

কলকাতা: সরকারি স্কুলগুলির হাল দিনদিন খারাপ হচ্ছে। ইতিউতি এই মন্তব্য শোনা যে যায় না তা বলা যাবে না। কিন্তু এই মন্তব্য বাস্তব কতটা? সে নিয়ে এতদিন তর্ক চলেছে। তবে মাধ্যমিকের ফল বেরনোর পর তর্ক যে থামবে তা বলা যায়, একই সঙ্গে বাড়বে উদ্বেগও। কারণ যে মেধা তালিকা প্রকাশ পেয়েছে তাতে মাত্র ১ জন পড়ুয়া আছে সরকারি স্কুলের। 

শুক্রবার প্রকাশ পেয়েছে মাধ্যমিকের ফল। দেখা গিয়েছে, ১৬ জেলার ১১৮ জন পড়ুয়ার নাম প্রথম দশে আছে। আর সেই তালিকায় সরকারি স্কুলের পড়ুয়ার সংখ্যা মাত্র ১। কলকাতার হিন্দু, হেয়ার, বেথুন সহ রাজ্যে এখন ৩৯ টি সরকারি স্কুল চলছে। প্রত্যেকটি স্কুল থেকেই মাধ্যমিক দিয়েছিল ছাত্রছাত্রীরা। তাদের মধ্যে মাত্র একজন এই মেধাতালিকায় স্থান করতে পেরেছে। স্বাভাবিকভাবেই এই নিয়ে প্রশ্ন উঠেছে যে সরকারি স্কুলগুলিতে তাহলে কী পড়াশুনা চলছে?