চালু হয়ে যাচ্ছে কলেজে স্নাতকস্তরে ভর্তির পোর্টাল, কবে থেকে

চালু হয়ে যাচ্ছে কলেজে স্নাতকস্তরে ভর্তির পোর্টাল, কবে থেকে

কলকাতা: মে মাসে উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশিত হয়। সেই সময়েই ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতক স্তরে পড়ুয়াদের ভর্তির প্রক্রিয়া অনলাইনে হবে এমনটা জানিয়ে দিয়েছিল উচ্চশিক্ষা দফতর। সেই মতো স্নাতকস্তরে ভর্তির পোর্টাল চালু হয়ে যাচ্ছে। কবে থেকে? জানা গিয়েছে, শুক্রবার মধ্যরাত পেরোলেই এই পোর্টাল চালু হয়ে যাবে। রাজ্যের ৫০৯টি কলেজে স্নাতকস্তরে ভর্তি হওয়া যাবে। এই ভর্তি প্রক্রিয়া চলবে আগামী ১৫ জুলাই পর্যন্ত। 

উচ্চশিক্ষা দফতরের তরফে আগেই বিজ্ঞপ্তি প্রকাশ করে বলা হয়েছে, আগামী ১৫ জুলাই পর্যন্ত স্নাতক স্তরে ভর্তির আবেদনপত্র দেওয়া যাবে এবং ২০ জুলাই পড়ুয়াদের মেধাতালিকা প্রকাশ করা হবে। সেই মতই কাজ এগোচ্ছে এখন। ৩১ জুলাইয়ের মধ্যে এই ভর্তি প্রক্রিয়া শেষ করতে হবে দফতরকে। আগস্ট মাসের শুরু থেকেই স্নাতকের প্রথম সেমেস্টারের ক্লাস শুরু করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। এ বছর থেকে স্নাতক চার বছরের। তবে বড় বিষয় হল, এই পোর্টাল কেন্দ্রীয় পোর্টাল নয়, ৫০৯টি কলেজের নিজস্ব পোর্টাল। 

এই প্রেক্ষিতেই এই ভর্তি প্রক্রিয়া নিয়ে কিছু নির্দেশিকাও জারি করেছে উচ্চশিক্ষা দফতর। বলা হয়েছে, ভর্তি প্রক্রিয়ার সময়ে ছাত্রছাত্রীদের শংসাপত্র যাচাইয়ের জন্য ডাকা যাবে না। কেবলমাত্র পড়ুয়াদের মেধার ভিত্তিতেই ভর্তি নিতে হবে। এছাড়া শংসাপত্র আপলোড কিংবা যাচাইয়ের জন্য তাঁদের কাছ থেকে থেকে কোনও অর্থ আদায় করা যাবে না। আরও বলা হয়েছে, কলেজ বা বিশ্ববিদ্যালয়গুলি কোনও ভাবেই পড়ুয়াদের থেকে নগদে ভর্তির ফি নিতে পারবে না। তা নিয়ে হবে অনলাইন বা ব্যাঙ্কিং পদ্ধতিতে।  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two + 10 =