এবার অনলাইন ইন্টার্নশিপ চালুর সুপারিশ UGC-র, করা যাবে অ্যাসাইনমেন্ট

এবার অনলাইন ইন্টার্নশিপ চালুর সুপারিশ UGC-র, করা যাবে অ্যাসাইনমেন্ট

নয়াদিল্লি:  লকডাউন পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের জন্য অনলাইন ইনটার্নশিপ চালু করার সুপারিশ করল বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)৷ এর জন্য ছাত্রছাত্রীদের নির্দিষ্ট গাইডলাইন দেওয়ার কথাও বলা হয়েছে৷ সময় নষ্ট না করে পড়ুয়ারা যাতে  তাঁদের পছন্দমতো বিষয়ের উপর দক্ষতা ও অভিজ্ঞতা অর্জন করতে পারেন এবং ভবিষ্যতের জন্য আরও ভালোভাবে প্রস্তুত হতে পারে, সেটা নিশ্চিত করাই ইউজিসি’র লক্ষ্য৷

ঘরবন্দি ছাত্রছাত্রীদের কর্ম দক্ষতা বাড়ানোর উদ্দেশে ইতিমধ্যেই বিনামূল্যে ৪৯টি ই-লার্নিং কোর্স চালু করেছে কারিগরি শিক্ষা নিয়ন্ত্রক সংস্থা এআইসিটিই। সম্প্রতি বিশ্ববিদ্যালয়গুলির কাছে চিঠি পাঠায় ইউজিসি৷ তাতে ছাত্রছাত্রীদের জন্য অবিলম্বে অনলাইন অ্যাসাইনমেন্ট ও ইন্টার্নশিপ চালু করার প্রস্তাব দেওয়া হয়েছে৷ এ ছাড়া ইন্টার্নশিপের মেয়াদ কমানো এবং প্রয়োজনে তা অ্যাসাইনমেন্টের সঙ্গে জুড়ে দেওয়ার প্রস্তাবও করা হয়েছে ওই চিঠিতে। ইতিমধ্যেই পড়ুয়াদের জন্য অনলাইন অ্যাসাইনমেন্ট ও ইন্টার্নশিপ চালু করার উদ্যোগ নিয়েছে দেশের একাধিক আইআইটি ও আইআইএম প্রতিষ্ঠান৷ 

তবে প্রশাসনিক আধিকারিকদের দাবি, কর্ম সংস্থান নিয়ে যে আশঙ্কার আবহ তৈরি হয়েছে,  চলতি মাসের শেষে লকডাউন ওঠার পর ধীরে ধীরে তা অনেকটাই পরিবর্তন হবে৷ ইতিমধ্যেই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলিতে চাকরির প্রস্তাব নিয়ে আসতে শুরু করেছে একাধিক সংস্থা৷  

পাশাপাশি, করোনা সংক্রমণের সমাধানের লক্ষ্যে ছাত্রদের জন্য কোভিড-১৯ এর উপর ইভেন্ট চালু করেছে এআইসিটিই। ইন্ডিয়া ফাইটস করোনা থিমের উপরে চালু করা হয়েছে ‘উৎকৃষ্ট সংস্থান বিশ্বকর্মা পুরস্কার’। এ ছাড়া ন্যাশনাল ডিজিটাল লাইব্রেরি অফ ইন্ডিয়ার মাধ্যমে ‘করোনা আউটব্রেক: স্টাডি ফ্রম হোম’ চালু করেছে কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রক। যেখানে একইসঙ্গে ছাত্রছাত্রীদের জন্য থাকবে পড়াশোনা এবং গবেষণার উপাদান৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

thirteen + 13 =