বদলে যাচ্ছে দেশের শিক্ষা ব্যবস্থা, ই-পাঠশালা চালুর ঘোষণা অর্থমন্ত্রীর

বদলে যাচ্ছে দেশের শিক্ষা ব্যবস্থা, ই-পাঠশালা চালুর ঘোষণা অর্থমন্ত্রীর

e3d0546f7cb3f2ec3e5c15f723943b1a

নয়াদিল্লি: করোনার জেরে থমকে গিয়েছে পঠন-পাঠন৷ বন্ধ স্কুল-কলেজ, শিক্ষা প্রতিষ্ঠান৷ আর এই পরিস্থিতির মধ্য কাটিয়ে ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে প্রযুক্তির মাধ্যমে পড়ুয়াদের কাছে শিক্ষা ব্যবস্থা পৌঁছে দেওয়ার বিষয়ে নয়া ঘোষণা করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন৷ এক দেশ, এক চ্যালেনের মাধ্যমে ডিজিটাল প্লাটফর্মে ঘোষণা করেছেন তিনি৷

আজ সাংবাদিকদের মুখোমুখি হয়ে অর্থমন্ত্রী অনলাইন পঠন-পাঠনের ওপর বেশি গুরুত্ব দিয়েছেন জানিয়েছেন৷ জানিয়ে দিয়েছেন, প্রযুক্তি ব্যবহার করে এখন থেকে পড়ুয়াদের কাছে শিক্ষা ব্যবস্থা পৌঁছে দিতে ১২টি অনলাইন চ্যালেন তৈরি করা হবে৷ এছাড়াও স্বয়ম প্রভা ডিটিএইচ চ্যানেল খোলা হবে বলেও জানিয়েছেন অর্থমন্ত্রী৷

বলেন, ‘‘শিক্ষাক্ষেত্রে অনলাইন ক্লাস শুরু হয়ে গিয়েছে৷ আগামী দিনে  ডিটিএইচ পরিষেবার মাধ্যমে অনলাইনে ই-পাঠশালার ব্যবস্থা করা হবে৷ যেখানে ইন্টারনেটের সংযোগ নেই, তাদের জন্য ‘স্বয়ম প্রভা’ ডিটিএইচ চ্যানেলর মাধ্যমে পঠনপাঠনের ব্যবস্থা করা হবে৷ আরও ১২ টি অনলাইন চ্যানেল যুক্ত করা হবে৷’’ প্রথম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত অনলাইনে পঠন-পাঠনের ব্যবস্থা হবে বলেও জানিয়েছেন অর্থমন্ত্রী৷ ১০০টি বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রেও অনলাইন পাঠক্রমের ঘোষণা করেছেন অর্থমন্ত্রী৷