করোনা পরবর্তী যুগে এক কোটি পড়ুয়া আর স্কুলে ফিরে যেতে পারবে না

করোনা পরবর্তী যুগে এক কোটি পড়ুয়া আর স্কুলে ফিরে যেতে পারবে না

লন্ডন:    করোনা পরিস্থিতির জেরে বিশ্বের অর্থিক অবস্থার ব্যাপক পরিবর্তন হবে। বহু মানুষ দারিদ্র সীমার নীচে নেমে যাবে।  আর তার জেরে বিশ্বে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হবে শিশুরা। প্রায় এক কোটি শিশু করোনা পরবর্তী সময় স্কুলে ফিরে যেতে পারবে না  অর্থনৈতিক কারণে।  ব্রিটেনের সেফ দ্য চিলড্রেন এই রিপোর্টটি প্রকাশ করেছে।

ব্রিটেনের বিখ্যাত দৈনিক দ্য টেলিগ্রাফে এই রিপোর্ট প্রকাশ  পেয়েছে।  সেখানে সেভ দ্য চিলড্রেনের তরফে আশঙ্কা প্রকাশ করা হয়েছে।  করোনা সংক্রমণ রোধ করতে গিয়ে, বিশ্বের ভাগ দেশের স্কুলগুলো মার্চ থেকে বন্ধ হয়ে গিয়েছে।  এর ফলে প্রায় ১৬০ কোটি শিক্ষার্থী  স্কুলের বাইরে রয়েছে।  কিন্তু করোনা আবহের পর বহু পরিবারের আয় কমে যাবে। এতটাই কমে যাবে যে, তাদের শিশুদের স্কুলে পাঠানোর ক্ষমতা থাকহে। বিশ্বে স্কুলছুটের সংখ্য আরও ১ কোটি বেড়ে যাবে। এই পরিসংখ্যাণ যে যথেষ্ট চিন্তার, তা আর বলার অপেক্ষা রাখে না।

এর আগে ব্রিটেনের অন্য একটি  সংস্থা খ্রিস্টান অ্যাড এই বিষয়ে আশঙ্কা প্রকাশ করেছিল। সংস্থার তরফে জানানো হয়েছে, করোনা মহামারীর কারণে বিশ্বে ব্যাপকভাবে অসমতার সৃষ্টি হবে।  স্কুলছুটের সংখ্যা হু হু করে বাড়বে।  স্কুলছুটদের মধ্যে মেয়েদের সঙ্গে হু হু করে বাড়বে বলে মনে করা হচ্ছে।

সেভ দ্য চিলড্রেনের তরফে জানানো হয়েছে, এই স্কুলছুটেক সংখ্যা কমানোর জন্য বিশেষ ব্যবস্থা নিতে হবে  দেশের  সরকারকে।  ব্রিটেনের সরকার শরণার্থী শিশুদের  পড়া নিশ্চিত করতে  ইতিমধ্যে ৫৩ লক্ষ পাউন্ড অনুদান দিয়েছে।  সেফ দ্য চিলড্রেনের তরফে জানানো হয়েছে, বিশ্বে ১০টা দেশে স্কুল ছুটের সংখ্যা সব থেকে বাড়বে। এই দেশগুলো হল নাইজার,  মালি, নাইজেরিয়া, আফগানিস্তান, গিনি, মৌরিতানিয়া, ইয়েমেন, পাকিস্তান সেনেগাল -সহ  বিভিন্ন দেশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × 5 =