কলকাতা: কলকাতা হাইকোর্টের নয়া প্রধান বিচারপতি হিসেবে বৃহস্পতিবার শপথ নিলেন টোট্টাথিল বি নায়ার রাধাকৃষ্ণণ। রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠি শতাব্দীপ্রাচীন রাজ্যের শীর্ষ আদালতের এক নম্বর এজলাসে তাঁকে শপথগ্রহণ করান।
স্থায়ী প্রধান বিচারপতির অভাবে এতদিন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসেবে কাজ করছিলেন এই আদালতের বর্ষীয়ান বিচারপতি বিশ্বনাথ সমাদ্দার। সুপ্রিম কোর্ট প্রথমবার তাঁর নাম কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে সুপারিশ করলেও তা কার্যকর হয়নি। কিন্তু, দেশের শীর্ষ আদালত দ্বিতীয়বারেও রাধাকৃষ্ণণের নামই এজন্য সুপারিশ করলে, ২৩ মার্চ কেন্দ্রীয় সরকার একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে। সেখানে বলা হয়, রাষ্ট্রপতির নির্দেশ অনুসরণে রাধাকৃষ্ণণকে ৬ এপ্রিলের মধ্যে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির দায়িত্বভার গ্রহণ করতে হবে।