উচ্চমাধ্যমিক পাশ করেই নার্সিং প্রশিক্ষণ, রয়েছে চাকরির সুযোগ

কলকাতা: রাজ্যে ১০ হাজার শূন্যপদে নার্সি নিয়োগ করছে রাজ্য সরকার৷ এখনও প্রচুর শূন্যপদ রয়েছে৷ একথা মুখ্যমন্ত্রী নিজেই জানিয়েছে৷ এই পদে চাকরি পেতে প্রশিক্ষণ নেওয়ার কথাও জানিয়েছেন মুখ্যমন্ত্রী৷ এবার রাজ্য সরকারের অধীনে একাধিক নার্সিং ট্রেনিং স্কুলে শুরু হচ্ছে তিন বছরের প্রশিক্ষণ৷ জেনারেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি ট্রেনিংয়ের জন্য ইতিমধ্যেই ভর্তির জন্য আবেদন নেওয়ার কাজ শুরু হয়েছে৷ তন

উচ্চমাধ্যমিক পাশ করেই নার্সিং প্রশিক্ষণ, রয়েছে চাকরির সুযোগ

কলকাতা: রাজ্যে ১০ হাজার শূন্যপদে নার্সি নিয়োগ করছে রাজ্য সরকার৷ এখনও প্রচুর শূন্যপদ রয়েছে৷ একথা মুখ্যমন্ত্রী নিজেই জানিয়েছে৷ এই পদে চাকরি পেতে প্রশিক্ষণ নেওয়ার কথাও জানিয়েছেন মুখ্যমন্ত্রী৷ এবার রাজ্য  সরকারের অধীনে একাধিক নার্সিং ট্রেনিং স্কুলে শুরু হচ্ছে তিন বছরের প্রশিক্ষণ৷

জেনারেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি ট্রেনিংয়ের জন্য ইতিমধ্যেই ভর্তির জন্য আবেদন নেওয়ার কাজ শুরু হয়েছে৷ তন বছরের এই নার্সিং প্রশিক্ষণে মধ্যে ৬ মাসের ইন্টার্নশিপের ব্যবস্থা রয়েছে৷ জানা গিয়েছে, মোট ২৪০৫টি আসন ভর্তির প্রক্রিয়া শুরু হয়েছে৷ ২৩০০টি আসনে মহিলা ও ১০৫টি আসনে পুরুষদের ভর্তি নেওয়া হচ্ছে৷ থাকছে একাধিক সংরণের সুযোগ৷ সংরক্ষণ পাবেন তপশিলি থেকে ওবিসির এ-বি ক্যাটাগরির পড়ুয়ারা৷ এছাড়াও  সমাজকল্যাণ বিভাগের অধীনে কাজ করা মহিলা প্রার্থী-সহ মহিলা সিভিল ডিফেন্স ভলেন্টিয়ারা আসন সংরক্ষণের সুবিধা পাবেন৷ প্রশিক্ষক শেষে সফল প্রার্থীদের চাকরি দেওয়ার কোনও দায়বদ্ধতা সরকার নেবে না৷ তবে, সফল পড়ুয়ারা চাকরির জন্য আবেদন করতে পারেন৷

পয়লা জানুয়ারি ২০১৯ থেকে ১৭-২৭ বছরের মধ্যে বয়স হলে আবেদন করা যাবে৷ যোগ্যতা হতে হবে উচ্চমাধ্যমিক৷ ন্যূনতম ৪০ শতাংশ পেতে হবে৷ ইংরেজি ভাষায় ন্যূনতম ৪০ শতাংশ নম্বর থাকতে হবে৷ বাংলা লিখতে, পড়তে ও বলতে জানতে হবে৷

প্রার্থী বাছাই হবে ইলেক্টিভ বেস্ট অব থ্রি নম্বরের ভিত্তিতে৷ মোট পাওয়া নম্বরের ভিত্তিতে তৈরি হবে মেধাতালিকা৷ প্রথমে ১ বছর প্রশিক্ষণ হবে ডে স্কলার হিসাবে৷ ওই সময়ে থাকা-খাওয়ার ব্যবস্থা নিজেদের কতে হবে৷ পরের বছর থেকে ট্রেনিং হবে আবাসিক হিসাবে৷ খরচ হবে মাসে ১২ টাকা৷  জেলা ভিত্তিক আসন বণ্টন করা হয়েছে৷ আবেদনের পদ্ধতি ও জেলা ভিত্তিক আসন সংখ্যা জানতে www.wbhealth.gov.in ওয়েবসাইটে গিয়ে অনলাইন করুন৷ এই ওয়েবসাইটেই আবেদন করতে হবে৷ বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকা প্রয়োজন৷ অনলাইন আবেদন করা যাবে৷ পয়লা জুন থেকে শুরু হয়ে গিয়েছে আবেদন জমা নেওয়ার কাজ৷ চলবে ১৭ জুন পর্যন্ত৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × 3 =