ফের মাধ্যমিকের নম্বর বিভ্রাট, CID সাহায্য চাইছ মধ্যশিক্ষা পর্ষদ

ফের মাধ্যমিকের নম্বর বিভ্রাট, CID সাহায্য চাইছ মধ্যশিক্ষা পর্ষদ

 

কলকাতা: ফের মাধ্যমিকের নম্বর বিভ্রাট৷ ওয়েবসাইট ও মার্কসিটের নম্বরে বিস্তর ফারাক দেখা গিয়েছে৷ বহু জেলা থাকে মধ্যশিক্ষা পর্ষদের কাছে জমা পড়েছে গুচ্ছ অভিযোগ৷ কেন ওয়েবসাইট ও মার্কসিটের নম্বরে বিভ্রান্তি? পড়ুয়াদের মধ্যে তৈরি হওয়া বিভ্রান্তি মেটাতে এবার সাইবার ক্রাইম ও সিআইডির সাহায্য চাইছে মধ্যশিক্ষা পর্ষদ৷

করোনা আবহে এবার প্রকাশিত হয়েছে মাধ্যমিকের ফল৷ ফল প্রকাশের দিনে পড়ুয়াদের হাতে দেওয়া হয়েছিল ভার্চুয়ালি মার্কসিট৷ ওয়েবসাইট থেকে বিষয় ভিত্তিক ফলাফল জানতে পারেছিলেন পড়ুয়া৷ ফল প্রকাশের সপ্তাহখানিক পর মাধ্যমিকের মার্কশিট ও সার্টিফিকেট স্কুলে পাঠানো হয়৷ তা অভিভাবকদের হাতে তুলে দিয়েছে স্কুল৷ কিন্তু, তারপরই উঠেছে অভিযোগ৷ বেশ কয়েকটি জেলা থেকে মধ্যশিক্ষা পর্ষদের দফতরে জমা পড়ে অভিযোগ৷ 

অভিযোগ, ওয়েবসাইট থেকে নম্বর প্রিন্ট করে যে নম্বর পড়ুয়ারা দাবি করছে, স্কুল থেকে দেওয়া মার্কশিটে সেই নম্বরের সঙ্গে রয়েছে বিস্তর ফারাক৷ কিন্তু, কেন এই ফারাক? কোথায় সমস্যা? তা জানতে তদন্ত চাইছে পর্ষদ৷ পর্ষদ সূত্রে খবর, ওয়েবসাইট থেকে যে পড়ুয়ারা নম্বর সম্বলিত রেজাল্টের প্রিন্ট আউট করিয়ে, তার সঙ্গে আসল মার্কশিটের নম্বরের কোন মিল নেই৷ পর্ষদের কাছে অভিযোগ আসার পর পর্ষদের তরফে নির্দিষ্টভাবে ওই সমস্ত রেজাল্টগুলি খোঁজার চেষ্টা শুরু হয়েছে৷ তবে, বিভ্রান্তি তৈরি হলেও আসল মার্কশিটের নম্বর সঠিক নম্বর বলে জানিয়ে দেওয়া হয়েছে৷ কিন্তু ওয়েবসাইটে পাওয়া নম্বর কি করে পৃথক হল? তা নিয়ে তদন্ত করতে চাইছে মধ্যশিক্ষা পর্ষদ৷

মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় সংবাদমাধ্যমে জানিয়েছেন, ‘‘আমরা বেশ কয়েকটি অভিযোগ পেয়েছি৷ কেন ওয়েবসাইট থেকে তারা ওই নম্বর প্রিন্ট করিয়েছে, রেজাল্ট নম্বর আলাদা কেন হল, তার তদন্ত করা প্রয়োজন৷ প্রয়োজনে আমরা সাইবার ক্রাইমের সহযোগিতা নিচ্ছি৷ দরকার হলে সিআইডির ও সহযোগিতা নিতে পারি৷’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *