করোনা কোপে পিছিয় গেল নিট ও জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা

করোনা কোপে পিছিয় গেল নিট ও জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা

37897ffc95f4b10eb6f7c2f416362985

নয়াদিল্লি: করোনা আতঙ্কে এবার পিছিয়ে গেল ‘ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট (নিট) ২০২০’ ৷ আগামী ৩ মে মেডিকেলের অভিন্ন প্রবেশিকা পরীক্ষা নেওয়ার কথা ছিল ন্যাশানাল টেস্টিং এজেন্সির। নতুন করে তারিখ ঘোষণা করা না হলেও, মে মাসের শেষ সপ্তাহে পরীক্ষা হতে পারে বলে জানিয়েছে কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক৷ পাশাপাশি এপ্রিল মাসের বদলে মে মাসের শেষেই হবে জয়েন্ট এন্ট্রান্স (মেন) পরীক্ষা৷

এমবিবিএস,বিডিএস ও আয়ুষ কোর্সে ভর্তির জন্য মূলত 'নিট' পরীক্ষা নেওয়া হয়। ২৭ মার্চ নিট পরীক্ষার অ্যাডমিট কার্ড দেওয়ার কথা ছিল৷ এবার তা দেওয়া হবে আগামী ১৫ এপ্রিল৷ জেইই (মেন) পরীক্ষার অ্যাডমিট কার্ড দেওয়া হবে এপ্রিল মাসের মাঝামাঝি থেকে৷

দেশে ক্রমাগত করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে চলেছে৷ এই পরিস্থিতি বিবেচনা করেই পরীক্ষা স্থগিত রাখার সিদ্ধান্ত নেয় ন্যাশানাল টেস্টিং এজেন্সি।  শুক্রবার কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়নমন্ত্রী রমেশ পোখরিয়াল ট্যুইট করে বলেন, “বর্তমান পরিস্থিতিতে পরীক্ষাকেন্দ্রে যেতে অভিভাবক এবং পরীক্ষার্থীদের সমস্যায় পড়তে হতে পারে। সে কারণেই আমি ন্যাশনাল টেস্টিং এজেন্সিকে নিট ও জয়েন্ট এন্ট্রান্স (মেইন) পরীক্ষার দিন বদল করার জন্য অনুরোধ করেছিলাম৷’’

এরপরেই ন্যাশনাল টেস্টিং এজেন্সি ডিরেক্টর জেনারেল বিনীত যোশি একটি নির্দেশিকা জারি করে জানান” আশা করি খুব শীঘ্রই পরিস্থিতি স্বাভাবিক হবে৷ কিন্তু বর্তমান পরিস্থিতির জন্য বিভিন্ন মন্ত্রক ও বোর্ডের তরফে পরীক্ষা স্থগিত রাখার বিষয়টি পর্যালোচনা করে দেখার কথা বলা হচ্ছিল। এখনো পর্যন্ত ঠিক হয়েছে মে মাসের শেষ সপ্তাহে এই পরীক্ষা নেওয়া হবে। তবে পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক হওয়ার পরই পরীক্ষার তারিখ ঘোষণা করা হবে৷ আমরা জানি শিক্ষাবর্ষের ক্যালেন্ডার ও পরীক্ষার তারিখ খুবই গুরুত্বপূর্ণ৷ যার বদল হলে সমস্যার সৃষ্টি হবে৷ কিন্তু এই মুহূর্তে পরীক্ষার দিন বদল করা ছাড়া আর কোনো উপায় ছিল না।’’

একদিকে দেশজুড়ে ক্রমশই বেড়ে চলেছে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা। আগামী ১৪ এপ্রিল পর্যন্ত সারা দেশে লকডাউন জারি করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ বেশ কিছু রাজ্য জারি করা হয়েছে কার্ফু৷ পশ্চিমবঙ্গে ১৫ই এপ্রিল পর্যন্ত সব স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলি বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *