বাতিল UGC NET-সহ স্থগিত পরীক্ষাগুলির নতুন দিনক্ষণ ঘোষণা NTA-র, OMR হঠিয়ে এল কম্পিউটার

কলকাতা: প্রশ্নফাঁসের আশঙ্কায় পরীক্ষা নেওয়ার এক দিন পরই বাতিল করা হয়েছিল বিভিন্ন বিষয়ে গবেষণার প্রবেশিকা পরীক্ষা ইউজিসি নেট। একই সঙ্গে স্থগিত করা হয় বিজ্ঞান বিষয়ক…

কলকাতা: প্রশ্নফাঁসের আশঙ্কায় পরীক্ষা নেওয়ার এক দিন পরই বাতিল করা হয়েছিল বিভিন্ন বিষয়ে গবেষণার প্রবেশিকা পরীক্ষা ইউজিসি নেট। একই সঙ্গে স্থগিত করা হয় বিজ্ঞান বিষয়ক গবেষণার প্রবেশিকা সিএসআইআর। শুক্রবার রাতে বাতিল হওয়া সেই সব পরীক্ষার নতুন করে দিন ঘোষণা করল জাতীয় টেস্টিং এজেন্সি (এনটিএ)৷  পরীক্ষার ক্ষেত্রে ফিরিয়ে আনা হল পুরনো পদ্ধতি৷

 

গত বছর পর্যন্ত ইউজিসি নেট পরীক্ষা হত কম্পিউটারে বসে। কম্পিউটারের পর্দায় প্রশ্ন ভেসে উঠত। চারটি অপশনের মধ্যে একটি অপশন বেছে নিতে হত। এই বছরই ওই পরীক্ষা পদ্ধতি বদলে কম্পিউটারের বদলে ওএমআর শিটের ব্যবস্থা করা হয়েছিল। প্রশ্নফাঁসের জেরে সেই পুরনো পদ্ধতিতেই ফিরল এনটিএ।

 

ইউজিসি নেটের চূড়ান্ত দিন ঘোষণা করা না হলেও, এনটিএ-র বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ২১ জুলাই থেকে ৪ সেপ্টেম্বরের মধ্যে ইউজিসি নেট নেওয়া হবে। সিএসআইআর ইউজিসি নেট হবে ২৫ থেকে ২৭ জুলাই৷ পরীক্ষা স্থগিত হওয়ার ঠিক এক মাসের মাথায় নতুন দিন ঘোষণা হয়েছে৷ কেন্দ্রীয় শিক্ষা প্রতিষ্ঠান থেকে চার বছরের স্পেশাল কোর্স করার প্রবেশিকা (ইন্টিগ্রেটেড টিচার এডুকেশন প্রোগ্রাম বা আইটিইপি) ন্যাশনাল কমন এন্ট্রান্স টেস্ট (এনসিইটি) পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ১০ জুলাই । স্নাতকোত্তর আয়ুষ প্রবেশিকা (এআইএপিজিইটি) পূর্ব নির্ধারিত তারিখেই (৬ জুলাই) অনুষ্ঠিত হবে। বিস্তারিত তথ্যের জন্য পরীক্ষার্থীদের www.nta.ac.in –এ গিয়ে গোটা বিষয়ের উপর নজর রাখতে বলা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *