UGC NET-সহ একাধিক পরীক্ষায় আবেদনের মেয়াদ বাড়াল NTA

UGC NET-সহ একাধিক পরীক্ষায় আবেদনের মেয়াদ বাড়াল NTA

নয়াদিল্লি: ইউজিসি ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট (UGC NET), সিএসআইআর নেট (CSIR-NET), জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের প্রবেশিকা পরীক্ষা (JNUEE), ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচার রিসার্চ (ICAR) পরীক্ষার জন্য অনলাইন আবেদনের সময় সীমা বাড়াল ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA)৷ বর্ধিত লকডাউনের জেরে অনলাইন আবেদনের দিন পিছিয়ে ৩১ মে পর্যন্ত করা হল৷ শুক্রবার এই বিষয়ে টেস্টিং এজেন্সির অফিসিয়াল ওয়েবসাইট  nta.ac.in.-এ একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে৷

এর আগে ১৫ মে অনলাইন আবেদনের শেষ দিন ধার্য করা হয়েছিল৷ কিন্তু ১৭ মে পর্যন্ত লকডাউনের মেয়াদ বাড়ানোর পরই বহু পরীক্ষার্থী এনটিএ-কে জানান, বিভিন্ন সমস্যার জন্য এই সময়ের মধ্যে তাঁদের পক্ষে অনলাইন আবেদন করা সম্ভব হবে না৷ এর পরই শুক্রবার কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়নমন্ত্রী রমেশ পোখারিয়াল নিশাঙ্ক জানান, ‘‘করোনা পরিস্থিতিতে  বহু শিক্ষার্থীর কাছ থেকে অনুরোধ আসার পর, তাঁদের সমস্যার কথা বিবেচনা করে আমি ন্যাশানাল টেস্টিং এজেন্সিকে পরামর্শ দিয়েছি বিভিন্ন পরীক্ষার অনলাইন আবেদন ফর্ম জমা দেওয়ার তারিখ বাড়ানো এবং সংশোধন করার সুযোগ দেওয়া হোক। সেই মত আগামী ৩১ মে পর্যন্ত আবেদনের সময় বাড়ানো হল৷’’ এছাড়াও ইজিসি নেট সহ অন্যান্য পরীক্ষার অ্যাপলিকেশন ফর্ম এডিট করা যাবে বলেও ঘোষণা করা হয়েছে৷

৩১ মে বিকেল পাঁচটার মধ্যে অনলাইন ফর্ম জমা করতে হবে৷ পরীক্ষার ফি জমা দিতে হবে রাত ১১টা ৫০ মিনিটের মধ্যে। ক্রেডিট,ডেবিট ও নেট ব্যাঙ্কিং, ইউপিআই এবং পে টিএম মারফত পরীক্ষার টাকা জমা দেওয়া যাবে৷  কী ভাবে ফর্ম ভরতে হবে-

* প্রথমে ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA)-র অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে৷
* এরপর আবেদনপত্র অনুযায়ী নির্দিষ্ট পরীক্ষার ক্যাটাগরিতে যেতে হবে৷
* এরপর ফর্ম পূরণের জন্য ক্লিক করতে হবে৷ 
* আবেদন ফর্মে লগ ইন করতে আপনার বিস্তারিত তথ্য সাবমিট করতে হবে৷ 
* সম্পূর্ণ ফর্মটি ভালো করে দেখে নিন৷ কোনও ভুলত্রুটি থাকলে তা এই পর্যায়েই সংশোধন করে নিন৷
* এর পর ফর্মটি সেভ করে সাবমিট করুন৷  

সঠিক খবর জানতে নজর রাখুন AajBikel.com-এর পাতায়…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

6 − six =