নয়াদিল্লি: গ্রামীন ভারতে শিশুদের বিশ্ব মানের শিক্ষা দেওয়ার লক্ষ্যে নতুন অ্যাপ আনল Google। বুধবার লঞ্চ হয়েছে Google Bolo অ্যাপ। কন্ঠস্বরের মাধ্যমে এই অ্যাপ কাজ করবে। Play Store থেকে এই অ্যাপ ডাউনলোড করা যাচ্ছে। ইন্টারনেট কানেক্টিভিটি ছাড়াও ব্যবহার করা যাবে গুগল বলো।
Google-এর তরফে বিবৃতিতে দিয়ে জানানো হয়েছে, ‘‘আমরা মনে করি প্রযুক্তি বিশ্বের শিক্ষা ব্যাবস্থাকে বদলে দিতে পারে। সেই জন্য অনেক দিন ধরেই বিভিন্ন প্রোডাক্ট তৈরী করছি আমরা। আশা করছি এই প্রযুক্তি ছাত্র-ছাত্রীদের কাজে লাগবে৷’’
আপাতত শুধুমাত্র হিন্দি ভাষায় এই অ্যাপ কাজ করবে। Bolo অ্যাপ শিশুদের হিন্দি ও ইংরাজি পড়ার ক্ষমতা বাড়াবে। শিশুকে উচ্চ কন্ঠস্বরে পড়ার অভ্যাস করিয়ে একই কাজ করবে Google Bolo। এমন ভাবে এই অ্যাপ ডিজাইন করা হয়েছে বড়দের সাহায্য ছাড়াও শিশু নিজেই পড়তে ও বলতে শিখবে। স্পিচ রেকগনিশান ও টেক্সট টু স্পিচ ইঞ্জিন ব্যবহার করে কাজ করবে এই অ্যাপ। প্রত্যেক শিশুর জন্য আলাদা ভাবে কাজ করবে Google Bolo। একই বাড়িতে দুই জন শিশু থাকলে দুই জনের জন্য আলাদা অনুশীলনী তৈরি করবে এই অ্যাপ।