একাদশে উত্তীর্ণ পড়ুয়াদের নম্বর জমা দেওয়ার নির্দেশ সংসদের, জারি বিজ্ঞপ্তি

একাদশে উত্তীর্ণ পড়ুয়াদের নম্বর জমা দেওয়ার নির্দেশ সংসদের, জারি বিজ্ঞপ্তি

কলকাতা: রাজ্যে উচ্চমাধ্যমিক পরীক্ষা চলাকালীন করোনা পরিস্থিতির জেরে বন্ধ রাখা হয়েছিল পরীক্ষা ব্যবস্থা। পরে লকডাউনের অনিশ্চয়তার কারণে একাদশ শ্রেণির পড়ুয়াদের পাশ করিয়ে দেওয়ার ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার নির্ধারিত ফরম্যাটে পাশ করিয়ে দেওয়া শিক্ষার্থীদের পরীক্ষার নম্বর সংক্রান্ত তথ্য জমা করার নির্দেশ দিল শিক্ষা দফতর৷ সোমবার একটি বিজ্ঞপ্তিতে রাজ্যের সমস্ত স্কুলের প্রধান শিক্ষকদের উদ্দেশ্যে এই নির্দেশিকা দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফে৷

এপ্রিলের মাঝামাঝি একাদশ শ্রেণির পড়ুয়াদের পাশ করিয়ে দেওয়ার ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী৷ এবার বিজ্ঞপ্তি জারি করে শিক্ষা সংসদের তরফে একাদশ শ্রেণির ছাত্র ছাত্রীদের দ্বাদশ শ্রেণিতে ওঠার ছাড়পত্র দেওয়া হয়েছে৷ তবে বর্তমান শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির পড়ুয়াদের সম্পন্ন হওয়া পরীক্ষার নম্বর জমা করতে হবে৷ আগামী ২২ জুনের মধ্যে সেই কাজ শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে৷ ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের প্রেসিডেন্ট মহুয়া দাস সোমবার এই বিষয়ে একটি বিজ্ঞপ্তি জারি করেছেন।

বিজ্ঞপ্তি সংসদের

তবে এক্ষেত্রে কয়েকটি বিষয়ের দিকে নজর রাখার কথাও জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে। একাদশ শ্রেণির পড়ুয়াদের নম্বর সংক্রান্ত তথ্য ডাকব্যবস্থার মাধ্যমে প্রত্যেকটি স্কুলের সংশ্লিষ্ট রিজিওনাল অফিসে পাঠাতে হবে হার্ডকপি আকারে। wbhsexam@gmail.com ইমেল আইডিতে মেল করার কথাও বলা হয়েছে। এছাড়া রাজ্যের স্কুলগুলির প্রধানশিক্ষককে অসমাপ্ত পরীক্ষার ফাঁকা উত্তরপত্র প্রস্তুত রাখার জন্যও বলা হয়েছে, পরবর্তী নির্দেশ অনুযায়ী বোর্ডে পাঠাতে হবে বলে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।

এর আগে ১৫ এপ্রিল নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, 'সূচি অনুযায়ী মাধ্যমিক পরীক্ষা সম্পন্ন হয়েছে। খাতা দেখার কাজ চলছে। ফল প্রকাশ করা হবে। উচ্চমাধ্যমিকের অসমাপ্ত তিনটি পরীক্ষা জুন মাসে করা হবে। একাদশ শ্রেণির পড়ুয়াদের আমরা পাশ করিয়ে দিচ্ছি। আর কলেজের ক্ষেত্তে একটা করে সেমেস্টার এগিয়ে যাবে। ফাইনাল সেমেস্টারের পরীক্ষা হবে।'

শিক্ষক সংগঠন অল পোস্ট গ্র‍্যাজুয়েট টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদক চন্দন গরাই জানিয়েছেন, ‘‘উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদকে শিক্ষক শিক্ষিকাদের থেকে মার্কস জমার বিষয়টি সহানুভূতির সঙ্গে বিবেচনা করতে হবে৷ করোনা পরিস্থিতির কারণে শিক্ষকরা নম্বর জমা দিতে না পারলে সময় বাড়াতে হবে৷ কেননা, আগেই রাজ্য সরকার একাদশ শ্রেণির সমস্ত পড়ুয়াকে উত্তীর্ণ ঘোষণা করেছে৷ এছাড়াও লকডাউন ওঠার কমপক্ষে ১০ দিন পর উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু করতে হবে৷’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *