কলকাতা: একদিকে করোনা, অন্যদিকে নির্বাচন৷ জোড়া গেরোয় জেরবার মাধ্যমিক থেকে শুরু করে উচ্চমাধ্যমিক পরীক্ষার ভবিষ্যৎ৷ পরীক্ষা সূচি এখনও ঘোষণা না হলেও প্রস্তুতি তুঙ্গে মধ্যশিক্ষা অন্দরে৷ প্রস্তুতি পর্ব হিসাবে এবার মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি প্রকাশ করল মধ্যশিক্ষা পর্ষদ৷ আগামী বছরের মাধ্যমিক পরীক্ষার জন্য নাম নথিভুক্তকরণের ফর্ম পূরণের বিজ্ঞপ্তি প্রকাশ করল মধ্যশিক্ষা পর্ষদ৷
করোনা আবহে কে মাধ্যমিক পরীক্ষা হবে, তা নিয়ে এখনও ধোঁয়াশা থাকলেও আগামী ১৬ ও ১৭ ডিসেম্বর ফর্ম বিলি করতে চলেছে মধ্যশিক্ষা পর্ষদ৷ পর্ষদের ক্যাম্প অফিস থেকে ওই ফর্ম বিলি করা হবে৷ গোটা প্রক্রিয়াটি জানুয়ারি মাসের মাঝামাঝি পর্যন্ত চলতে পারে৷ তবে, ফর্ম পূরণের পর আগামী বছর ফেব্রুয়ারিতে মাধ্যমিক পরীক্ষা আদৌ নেওয়া সম্ভব কি না তা নিয়েও যথেষ্ট ধোঁয়াশা রয়েছে৷
সূত্রের খবর, করোনা পরিস্থিতি ও নির্বাচনের কথা মাথায় রেখে আগামী বছর মাধ্যমিক পরীক্ষা জুন মাসে হতে পারে৷ ইতিমধ্যেই সেই প্রস্তাব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পৌঁছে গিয়েছে বলে খবর৷ পরীক্ষার দিনক্ষণ এখনও চূড়ান্ত না হলেও আপাতত মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি নিয়ে রাখতে চাইছে মধ্যশিক্ষা পর্ষদ৷ তবে করোনা পরিস্থিতির মধ্যে যখন স্কুল কলেজ বন্ধ, তখন মাধ্যমিকের ফর্ম পূরণ অফলাইনে কীভাবে হবে? তা নিয়েও থেকে যাচ্ছে প্রশ্ন৷