শিক্ষক ও পড়ুয়াদের তথ্য যাচাইয়ের বিজ্ঞপ্তি শিক্ষা দপ্তরের

কলকাতা: নতুন শিক্ষাবর্ষে বাংলাশিক্ষা পোর্টালকে ত্রুটি মুক্ত ও ব্যবহাযোগ্য করে তোলার জন্য নথিভুক্ত শিক্ষার্থীদের তথ্য যাচাইকরণ প্রক্রিয়া দ্রুত শেষ করার বিষয়ে রাজ্যের সমস্ত জেলা আধিকারিকদের কাছে নির্দেশিকা পাঠাল রাজ্য স্কুলশিক্ষা দপ্তর৷ এপর্যন্ত ১.৩৩ কোটি ছাত্রছাত্রীর তথ্য নিযুক্ত হয়েছে এই পোর্টালে৷ নির্দেশিকা অনুযায়ী আগামী ৩০ নভেম্বরের মধ্যে শেষ করতে হবে এই যাচাইকরণ প্রক্রিয়া৷ শিক্ষা দপ্তর জানিয়েছে

শিক্ষক ও পড়ুয়াদের তথ্য যাচাইয়ের বিজ্ঞপ্তি শিক্ষা দপ্তরের

কলকাতা: নতুন শিক্ষাবর্ষে বাংলাশিক্ষা পোর্টালকে ত্রুটি মুক্ত ও ব্যবহাযোগ্য করে তোলার জন্য নথিভুক্ত শিক্ষার্থীদের তথ্য যাচাইকরণ প্রক্রিয়া দ্রুত শেষ করার বিষয়ে রাজ্যের সমস্ত জেলা আধিকারিকদের কাছে নির্দেশিকা পাঠাল রাজ্য স্কুলশিক্ষা দপ্তর৷ এপর্যন্ত ১.৩৩ কোটি ছাত্রছাত্রীর তথ্য নিযুক্ত হয়েছে এই পোর্টালে৷

নির্দেশিকা অনুযায়ী আগামী ৩০ নভেম্বরের মধ্যে শেষ করতে হবে এই যাচাইকরণ প্রক্রিয়া৷ শিক্ষা দপ্তর জানিয়েছে এবিষয়ে গত ৬ নভেম্বর থেকে রাজ্যজুড়ে প্রচার কর্মসূচি শুরু হয়েছে, চলবে ৩০ নভেম্বর পর্যন্ত৷ এক্ষেত্রে জেলা পরিষদ(প্রাথমিক ও মাধ্যমিক),সমগ্র শিক্ষা, মিড-ডে-মিল, প্রশাসনিক প্রধান, এন আই সি ও অন্যান্য ভারপ্রাপ্ত আধিকারিকদের নিয়ে একটি দল গঠন করা হয়েছে৷

তাদের তত্ত্বাবধানেই স্কুল শিক্ষকদের গোটা বিষয়টি অনুশীলন করতে হবে৷ এছাড়াও কন্ট্রোল রুম থেকে পুরো কর্মপ্রক্রিয়ার তদারকি করতে ডিডিএসই এবং এডিএসই-দের নিযুক্ত করা হয়েছে৷ এই প্রকল্প বাস্তবায়িত করার বিষয়ে যতটা সম্ভব লোকবল সহ পর্যাপ্ত সংস্থানের জন্য সমস্ত এবিএম (শিক্ষা), ডিআই (এসই/পিই), ডিইও, এসএসএম,এসি(এমডিএম) দের প্রকল্পটি সম্পর্কে অবগত করা হয়েছে৷

পশ্চিমবঙ্গের ৬৫ হাজার স্কুল, দেড় কোটি পড়ুয়া, সাড়ে চার লক্ষ শিক্ষক-শিক্ষিকাকে একই ছাদের নীচে আনতে এবছরের শুরুতেই ওয়েব পোর্টাল ‘বাংলার শিক্ষা’ চালু করে রাজ্য শিক্ষা দফতর৷ এছাড়াও স্কুলের মিড-ডে মিল, শিক্ষক-শিক্ষিকাদের বেতন সংক্রান্ত তথ্য, ক্লাসরুম ম্যানেজমেন্ট, অভিভাবক ও শিক্ষকদের মধ্যে মতের আদানপ্রদান, জেলা স্কুল পরিদর্শকদের কর্মপদ্ধতি-এসবকিছুর জন্যেও আলাদা আলাদা অ্যাপ চালু করার সিদ্ধান্ত নেয় শিক্ষা দপ্তর৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *