কল্যাণী বিশ্ববিদ্যালয়ে বি.এড কোর্সে ভর্তির বিজ্ঞপ্তি

কলকাতা: কল্যাণী বিশ্ববিদ্যালয়ে ২০১৯-২০২০ সেশনে বি.এড কোর্সে অনলাইনে ভর্তি শুরু হয়েছে। যেকোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কমপক্ষে ৫০ শতাংশ নম্বর সহ ল্যাঙ্গুয়েজ, সায়েন্স, সোশ্যাল সায়েন্স ও হিউম্যানিটি বিষয়ে বাচেলর বা মাষ্টার ডিগ্রি পাশ প্রার্থীরা আবেদনের যোগ্য। সায়েন্স বা ম্যাথম্যাটিকস বিষয় নিয়ে কমপক্ষে ৫৫ শতাংশ নম্বর সহ বিসিএ/ এমসিএ বা ইঞ্জিনিয়ারিঙয়ের ব্যাচেলার ডিগ্রি পাশ ছেলেমেয়েরা আবেদনের যোগ্য।

কল্যাণী বিশ্ববিদ্যালয়ে বি.এড কোর্সে ভর্তির বিজ্ঞপ্তি

কলকাতা: কল্যাণী বিশ্ববিদ্যালয়ে ২০১৯-২০২০ সেশনে বি.এড কোর্সে অনলাইনে ভর্তি শুরু হয়েছে। যেকোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কমপক্ষে ৫০ শতাংশ নম্বর সহ ল্যাঙ্গুয়েজ, সায়েন্স, সোশ্যাল সায়েন্স ও হিউম্যানিটি বিষয়ে বাচেলর বা মাষ্টার ডিগ্রি পাশ প্রার্থীরা আবেদনের যোগ্য।

সায়েন্স বা ম্যাথম্যাটিকস বিষয় নিয়ে কমপক্ষে ৫৫ শতাংশ নম্বর সহ বিসিএ/ এমসিএ বা ইঞ্জিনিয়ারিঙয়ের ব্যাচেলার ডিগ্রি পাশ ছেলেমেয়েরা আবেদনের যোগ্য। বয়স হতে হবে ১ জুলাই, ২০১৯ অনুযায়ী ৩৭ বছরের মধ্যে। ডেপুটেড শিক্ষকদের ক্ষেত্রে বয়সের কোন ঊর্ধ্বসীমা নেই। মোট আসনসংখ্যা ৫০ টি, এর মধ্যে পঞ্চম শ্রেণি থেকে উচ্চমাধ্যমিকের ডেপুটেড শিক্ষকদের জন্য ২৫ টি ও ফ্রেস প্রার্থীদের জন্য ২৫ টি আসন সংরক্ষিত রয়েছে। কল্যাণী বিশ্ববিদ্যালয় ও অন্যান্য বিশ্ববিদ্যালয়ে প্রার্থীদের জন্য আসন সংখ্যার অনুপাত ৮০:২০ ।

তপসিলি ও প্রতিবন্ধী প্রার্থীদের জন্য সরকারই নিমানুজায়ি শিক্ষাগত যোগ্যতায় নম্বরের ক্ষেত্রে ছাড় ও আসন সংরক্ষণ রয়েছে। প্রার্থী বাছাই হবে শিক্ষাগত যোগ্যতায় পাওয়া নম্বরের ভিত্তিতে। পড়ানো হবে ইংরেজি ও বাংলা মাধ্যমে।

বিষয়: বাংলা, ইংরেজি, ভূগোল, অঙ্ক, বাণিজ্য, অর্থনীতি, সংস্কৃত, ইতিহাস, পদার্থবিদ্যা, রাষ্ট্রবিজ্ঞান, জীবনবিজ্ঞান ও এডুকেশন।

আবেদনের পদ্ধতি: আবেদন করতে অনলাইনে ২১ জুন, ২০১৯ এর মধ্যে এই ওয়েবসাইটে www.klyuniv.ac.in। আবেদনের ফী ৪০০ টাকা তপসিলি ও প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে ১৬০ টাকা। মেধাতালিকা প্রকাশ করে হবে২৫ জুন, ২০১৯ এর মধ্যে। ভর্তির কাউন্সেলিন ২৮ জুন, ২০১৯ ও ক্লাস শুরু ১ জুলাই, ২০১৯ এ। আরও বিস্তারিত জানতে দেখুন উল্লেখিত ওয়েবসাইট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nine + 15 =