তাড়াহুড়ো করে স্কুল খুলিয়ে ঝুঁকি নেওয়া উচিত হবে না: শিক্ষামন্ত্রী

তাড়াহুড়ো করে স্কুল খুলিয়ে ঝুঁকি নেওয়া উচিত হবে না: শিক্ষামন্ত্রী

b04aef00f00c399b72b8878926b6e460

কলকাতা: অবশেষে স্কুল-কলেজ খোলার বিষয়ে সামান্য আশার আলো দেখালেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। আগামী ফেব্রুয়ারি মাসেই উচ্চ ক্লাস ও কলেজ চালু করা হতে পারে বলে জানিয়েছেন তিনি। তবে এই বিষয়ে এখনও উচ্চপর্যায়ের আলোচনা চলছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী৷ 

করোনার প্রকোপে গত বছরের মার্চ মাসে থেকে দেশ জুড়ে স্কুল, কলেজ ও অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানগুলি বন্ধ। তবে ইতিমধ্যেই বেশিরভাগ রাজ্যে স্কুল-কলেজ খুলে পঠন-পাঠন শুরু হয়ে গিয়েছে। তবে পশ্চিমবঙ্গ সরকার কোনোরকম ঝুঁকি নিতে চায়নি। তাই এ রাজ্যে এখনও স্কুল-কলেজ বন্ধই রাখা হয়েছে। এমনকি কবে খুলবে তা নিয়েও এতদিন শিক্ষা দফতরের পক্ষ থেকে স্পষ্ট করে কিছুই বলা হয়নি।  তবে রবিবার এই বিষয়ে প্রথমবার আশার আলো দেখালেন স্বয়ং শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়৷

জানালেন, ‘‘স্কুল-কলেজগুলিতে জীবাণুনাশের কাজ চলছে৷ করোনা স্বাস্থ্যবিধি মেনে আগামী মাস থেকে স্কুল খুললেও শুধুমাত্র উচ্চশ্রেণির ক্লাসগুলি হবে৷ নবম শ্রেণি থেকে ক্লাস শুরু করার ইচ্ছে আছে৷ উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্র্যাকটিক্যাল ক্লাসগুলি চালু করতে হবে৷ এই বিষয়ে এখনও উচ্চপর্যায়ে আলোচনা হচ্ছে৷’’ শিক্ষামন্ত্রী স্পষ্টভাবে জানিয়েছেন, ‘‘তাড়াহুড়ো করে স্কুল খুলে কোনোরকম ঝুঁকি নেওয়া উচিত হবে না৷ পড়ুয়াদের স্বাস্থ্য ও সুরক্ষার উপরেই সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেওয়া হবে৷’’ একইভাবে খুলবে কলেজও৷ পাশাপাশি, আগামী ১০ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত একাদশ শ্রেণির এবং উচ্চ মাধ্যমিকের প্র্যাক্টিকাল পরীক্ষা হবে। পরীক্ষার আগে পড়ুয়ারা হাতেকলমে অভ্যাস করবে কী করে? এই দাবি জানিয়ে জন্য বেশ কিছুদিন ধরে দ্রুত স্কুল খোলার জন্য চাপ দিচ্ছিলেন শিক্ষক মহলের একাংশ। তাদের দাবি, অন্তত ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে স্কুলটা খুললে পড়ুয়ারাও অভ্যাসের সময়টা পেতে পারে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *