কলকাতা: প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় যখন পাস-ফেল প্রথা ফিরিয়ে আনার পক্ষে জোর সওয়াল চলছে, ঠিক তখন প্রি-স্কুলে ছাত্র ভর্তির ক্ষেত্রে লিখিত ও মৌখিক পরীক্ষা তুলে দেওয়ার সুপারিশ করল এনসিইআরটি৷
প্রি-স্কুলে ছাত্র ভর্তির ক্ষেত্রে লিখিত অথবা মৌখিক পরীক্ষা নেওয়া উচিত নয় বলেও সাফ জানিয়ে দেওয়া হয়েছে৷ এনসিইআরটি মনে করছে, প্রি স্কুলে পড়ুয়া ভর্তির ক্ষেত্রে শিশুদের উপর অতিরিক্ত চাপ দেওয়া হয়৷ অভিভাবকরা তাঁদের আকাঙ্খা মেটাতে পড়ুয়াদের উপর বাড়তি চাপ সৃষ্টি করে থাকেন৷ ছাত্র-জীবন শুরু হওয়ার আগে পড়ুয়াদের মনে ভয়ের পরিস্থিতি তৈরি হয় বলেও জানানো হয়েছে৷
ফলে, প্রি-স্কুল পড়ুয়া ভর্তির ক্ষেত্রে এনসিইআরটির সাফ জানিয়েছে, শিশুদের পাস-ফেলে মূল্যয়ন করা করা ঠিক নয়৷ শিশুদের বিকাশে যাতে চাপ সৃষ্টি না হয়, সেজন্য প্রি-স্কুল টেস্ট নেওয়া উচিত নয় বলেও জানানো হয়েছে৷