দেশজুড়ে বাতিল দশম শ্রেণির পরীক্ষা, সিদ্ধান্ত কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রকের

দেশজুড়ে বাতিল দশম শ্রেণির পরীক্ষা, সিদ্ধান্ত কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রকের

নয়াদিল্লি: অপ্রতিরোধ্যয করোনা সংক্রমণের জেরে দেশজুড়ে উত্তোরোত্তর লকডাউনের সময়সীমা বৃদ্ধির ফলে  অবশেষে দেশজুড়ে সিবিএসইর দশম শ্রেণীর পরীক্ষা বাতিল করার সিদ্ধান্ত নিল কেন্দ্র। উত্তর-পূর্ব দিল্লি ছাড়া দেশের আর কোথাও সিবিএসইর দশম শ্রেণীর পরীক্ষা হবে না বলে মঙ্গলবার জানিয়ে দিলেন মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী রমেশ পোখরিয়াল নিশঙ্ক। মঙ্গলবার মানবসম্পদ উন্নয়ন মন্ত্রকের এক বিবৃতিতে জানানো হয়েছে যে, “আইন-শৃঙ্খলা সংক্রান্ত সমস্যার প্রভাবজনিত কারণে নির্ধারিত তারিখে এই কয়েকজন শিক্ষার্থী যারা এই পরীক্ষায় অংশ নিতে পারেননি তাদের জন্য আবার এই পরীক্ষা নেওয়া হবে।”

এক্ষেত্রে যে পরীক্ষার্থীরা পরীক্ষায় অংশ নেবে তাদের জন্য ১০ দিনের পর্যাপ্ত সময় দেওয়া হবে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। বিষয়টি আরো পরিষ্কার করে দিয়ে মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী রমেশ পোখরিয়াল নিশঙ্ক পোখরিয়াল জানিয়েছেন, উত্তর-পূর্ব দিল্লির যে সমস্ত শিক্ষার্থীরা ইতিমধ্যেই এই পরীক্ষায় বসেছে তাদের আর পরীক্ষায় বসতে হবে না। কারণ, লকডাউনের আগে থেকেই নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে উত্তাল দিল্লিতে বেশ কিছু ছাত্রছাত্রী নির্ধারিত দিনে দশম শ্রেণীর পরীক্ষায় বসতে পারেনি। তাই শুধুমাত্র তাদেরই পরীক্ষায় বসার অনুমতি দেওয়া হবে।