সাইবার সুরক্ষা বিষয়ে পড়াশোনার সুযোগ, কোর্স শেষে থাকবে ইন্টার্নশিপের সুযোগও

কলকাতা:  বিশ্বজুড়ে সাইবার ক্রাইমের বাড়বাড়ন্ত। সুরক্ষিত নয় আপনার হাতের মোবাইলও। এই আবহে সাইবার সিকিউরিটি ইঞ্জিনিয়ারের চাহিদা বাড়ছে লাফিয়ে। পরিবর্তিত পরিস্থিতিতে স্নাতকোত্তর পর্বেও এই বিষয়টি নিয়ে…

cyber security

কলকাতা:  বিশ্বজুড়ে সাইবার ক্রাইমের বাড়বাড়ন্ত। সুরক্ষিত নয় আপনার হাতের মোবাইলও। এই আবহে সাইবার সিকিউরিটি ইঞ্জিনিয়ারের চাহিদা বাড়ছে লাফিয়ে। পরিবর্তিত পরিস্থিতিতে স্নাতকোত্তর পর্বেও এই বিষয়টি নিয়ে পড়াশোনার আগ্রহ তৈরি হয়েছে অনেকের মধ্যে। সেই চাহিদার কথা মাথায় রেখেই ন্যাশনাল ইনস্টিটিউট অফ ইলেক্ট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজির কলকাতার ক্যাম্পাসে সংশ্লিষ্ট বিষয়ে মাস্টার অফ সায়েন্স (এমএসসি) এবং পিজি ডিপ্লোমা করানোর উদ্যোগ নেওয়া হয়েছে৷

 

স্নাতকোত্তর পর্বের কোর্সে শেখানো হবে নেটওয়ার্ক সিকিউরিটি, ক্রিপ্টোগ্রাফি, সাইবার ইন্টেলিজেন্স, ডিজিটাল ফরেন্সিক, এথিক্যাল হ্যাকিং, পেনিট্রেশন টেস্টিং, সাইবার ল অ্যান্ড এথিক্স এবং ইন্সিডেন্ট রেসপন্স অ্যান্ড ম্যানেজমেন্ট৷

 

কোর্স সম্পূর্ণ হওয়ার পর নম্বরের ভিত্তিতে বাছাই করা পড়ুয়াদের ইন্টার্নশিপ করার সুযোগ দেবে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ইলেক্ট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি কলকাতা। এ ছাড়াও পড়ুয়ারা পড়াশোনা চলাকালীন ছ’মাসের জন্য প্রশিক্ষণও নিতে পারবেন। রাজ্য এবং কেন্দ্রীয় সরকারি সংস্থার পাশাপাশি, বেসরকারি সংস্থাতেও চাকরির প্রস্তুতি সংক্রান্ত গ্রুমিং-এরও ব্যবস্থা করা হবে পড়ুয়াদের জন্যে৷

 

এমএসসি কোর্সে ভর্তির জন্য কারা আবেদন জানাতে পারবেন?

কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন টেকনোলজি, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেক্ট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন বিষয়ে স্নাতকরা আবেদন যোগ্য হবেন৷ সমতুল্য বিষয়ে টেকনোলজি শাখায় স্নাতক প্রার্থীরাও আবেদন জানাতে পারবেন৷

 

পিজি ডিপ্লোমা কোর্স করতে চাইলে বিজ্ঞান, ইঞ্জিনিয়ারিং কিংবা টেকনোলজি শাখায় ৫৫ শতাংশ কিংবা তার বেশি নম্বর পেয়ে স্নাতক পাশ করতে হবে৷