বাংলার স্কুলে আসছে নয়া ক্রীড়ানীতি! দেওয়া হবে উৎসাহ ভাতা

বাংলার স্কুলে আসছে নয়া ক্রীড়ানীতি! দেওয়া হবে উৎসাহ ভাতা

8841165b4151aac913367fd3b5408a87

কলকাতা: প্রিপ্রাইমারি থেকেই স্কুলপড়ুয়াদের খেলাধুলার বিষয়ে উৎসাহ জোগাতে ইতিমধ্যেই একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে রাজ্য শিক্ষা দপ্তর৷ এক্ষেত্রে আরো এক নতুন পদক্ষেপ৷ খেলাধুলার প্রতি স্কুল পড়ুয়াদের  বাড়তি উৎসাহ জোগাতে উৎসাহ ভাতা দেওয়ার বিষয়ে উদ্যোগ নিতে চলেছে রাজ্য শিক্ষা দপ্তর৷

শহর, শহরাঞ্চল সহ প্রত্যন্ত গ্রামীণ এলাকার স্কুলগুলির ক্রীড়াক্ষেত্রে প্রতিভাবান পড়ুয়াদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় আগ্রহ বাড়াতে এই উৎসাহ ভাতা ফলপ্রসূ হবে বলেই মনে করছেন শিক্ষা দপ্তরের কর্মকর্তারা৷ স্কুল শিক্ষা দপ্তর সূত্রে খবর, এবিষয়ে ইতিমধ্যেই খসড়া রিপোর্টও জমা পড়েছে এবং শীঘ্রই  স্কুল ক্রীড়ানীতি হিসেবে তার প্রকাশ করা হবে বলে জানা গিয়েছে৷ নতুন এই ক্রীড়ানীতি অনুসারে, জেলা এবং রাজ্যস্তরে প্রথম থেকে তৃতীয় স্থানাধিকারীদের এই আর্থিক পুরস্কার দেওয়া হবে বলে ঠিক হয়েছে৷ শুধু তাই নয়, খেলাধুলোয় অংশ নিলেই উৎসাহ ভাতার পাশাপাশি কৃতী খেলোয়াড়দের আরও বাড়তি কিছু সুযোগ সুবিধা দিতেও উদ্যোগী দপ্তর৷

এর মধ্যে রয়েছে  জাতীয়স্তরের ক্রীড়া প্রতিযোগিতাগুলিতে অংশগ্রহণকারী কৃতী বা সফল পড়ুয়াদের পরীক্ষার নম্বরে ছাড় দেওয়া হবে৷ খেলাধুলা অংশগ্রহণকারী পড়ুয়াদের স্কুলে হাজিরার ক্ষেত্রেও ছাড় থাকবে৷ খেলাধুলো বা কোনও প্রতিযোগিতামূলক টুর্নামেন্টে অংশগ্রহণের জন্য কেউ পরীক্ষা দিতে না পারলে, স্কুলগুলিকে সেই পড়ুয়ার জন্য পরে পৃথক ব্যবস্থা করতে হবে৷

প্রাথমিকের পর উচু ক্লাসে (মাধ্যমিক) জাতীয় এবং আন্তর্জাতিক স্তরে অংশগ্রহণ এবং কৃতকার্য হলে তাদেরকেও আর্থিক পুরস্কার দেওয়া হবে৷ এছাড়াও কোনও প্রতিযোগিতায় প্রতিযোগীদের চোট-আঘাত লাগলে তার চিকিৎসার জন্য সরকারি আর্থিক সহায়তা দেওয়া হবে৷ আগামীদিনে দেশের ক্রীড়া ক্ষেত্রে জাতীয় এবং আন্তর্জাতিক স্তরে এই পড়ুয়ারাই রাজ্যের মর্যাদা বৃদ্ধি করবে বলেই আশাবাদী শিক্ষা দপ্তর৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *