স্কুলপাঠ্যে নয়া কেলেঙ্কারি, ভুল দিয়েই শুরু নতুন শিক্ষাবর্ষ

কলকাতা: পঞ্চম শ্রেণির সরকারি ইংরেজি বইয়ে ‘lesson 1 এ Gandhi, The Mahatma চ্যাপ্টাতে ‘Jamnalal’ বানানটি দু’জায়গায় দু’রকম৷ কোনটা সঠিক সেটি বোঝা দায়৷ একটু পরেই এই বানানটি রয়েছে ‘Jamanlal’৷ ফলে ছাত্র ছাত্রী এবং শিক্ষক মশাইদের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়েছে৷ ছাত্রদের প্রশ্নের সঠিক উত্তর দিতে পারছেন না শিক্ষকরাও৷ মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতি(এসটিইএ)-র রাজ্য কমিটির সহ-সম্পাদক তপন

স্কুলপাঠ্যে নয়া কেলেঙ্কারি, ভুল দিয়েই শুরু নতুন শিক্ষাবর্ষ

কলকাতা: পঞ্চম শ্রেণির সরকারি ইংরেজি বইয়ে ‘lesson 1 এ Gandhi, The Mahatma চ্যাপ্টাতে ‘Jamnalal’ বানানটি দু’জায়গায় দু’রকম৷ কোনটা সঠিক সেটি বোঝা দায়৷ একটু পরেই এই বানানটি রয়েছে ‘Jamanlal’৷ ফলে ছাত্র ছাত্রী এবং শিক্ষক মশাইদের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়েছে৷

ছাত্রদের প্রশ্নের সঠিক উত্তর দিতে পারছেন না শিক্ষকরাও৷ মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতি(এসটিইএ)-র রাজ্য কমিটির সহ-সম্পাদক তপন জানা নিজেই ইংরেজির শিক্ষক৷ তিনি বিষয়টি দেখেই হতবাক৷ তিনি বলেন, ‘‘পঞ্চম শ্রেণির ইংরেজি বইয়ের শুরুতেই যে মুদ্রণপ্রমাদ ঘটেছে তা শিক্ষা দপ্তরের দায়িত্ব জ্ঞানহীন আচরণের প্রমাণ৷ ছাত্র ছাত্রীরা নির্ভুলভাবে শিক্ষা গ্রহণ করুক এটা আমরা চাই। সরকারি বইতে এই ভুল অবিলম্বে সংশোধন করা হোক৷’’

স্কুলপাঠ্যে নয়া কেলেঙ্কারি, ভুল দিয়েই শুরু নতুন শিক্ষাবর্ষ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × 1 =