স্কুল শিক্ষায় নয়া বিজ্ঞপ্তি শিক্ষা দপ্তরের

কলকাতা: নিজস্ব বিষয় ছাড়া শারীরশিক্ষার শিক্ষকদের অন্য কোনও বিষয় পড়ানোর দায়িত্ব দেওয়া যাবে না। এই মর্মে বিজ্ঞপ্তি জারি করেছে শিক্ষা দপ্তর। দপ্তরের কমিশনার সৌমিত্র মোহনের জারি করা সেই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শারীরশিক্ষার শিক্ষকরা শুধুমাত্র খেলাধুলো সংক্রান্ত বিষয় নিয়েই থাকবেন। এর বাইরে কোনও বিষয় পড়াবেন না। স্কুলগুলিকে এই মর্মে সতর্ক করে দেওয়া হয়েছে। তাছাড়া খেলাধুলোর প্রতি

স্কুল শিক্ষায় নয়া বিজ্ঞপ্তি শিক্ষা দপ্তরের

কলকাতা: নিজস্ব বিষয় ছাড়া শারীরশিক্ষার শিক্ষকদের অন্য কোনও বিষয় পড়ানোর দায়িত্ব দেওয়া যাবে না। এই মর্মে বিজ্ঞপ্তি জারি করেছে শিক্ষা দপ্তর। দপ্তরের কমিশনার সৌমিত্র মোহনের জারি করা সেই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শারীরশিক্ষার শিক্ষকরা শুধুমাত্র খেলাধুলো সংক্রান্ত বিষয় নিয়েই থাকবেন। এর বাইরে কোনও বিষয় পড়াবেন না। স্কুলগুলিকে এই মর্মে সতর্ক করে দেওয়া হয়েছে। তাছাড়া খেলাধুলোর প্রতি জোর দিতে একাধিক পদক্ষেপ করার কথাও বলা হয়েছে সেই বিজ্ঞপ্তিতে।

শারীরশিক্ষার শিক্ষককে কেন অন্য বিষয় পড়াতে হয়? শিক্ষামহলের মতে, প্রথমত, নিচু শ্রেণীতে শিক্ষকের অভাব। সেইসব ক্ষেত্রে এই শিক্ষকদের দিয়েই ওই ক্লাস পুষিয়ে নেওয়া হয়। দ্বিতীয়ত, এর পিছনে রয়েছে শিক্ষকদের নিজস্ব ব্যক্তিগত স্বার্থ। ক্লাসে পড়ালে চুটিয়ে গৃহশিক্ষকতা করার সুযোগ তৈরি হয়ে যায়।

বিজ্ঞপ্তিতে দপ্তরের তরফে বলা হয়েছে, খেলাধুলো এবং শারীরশিক্ষার শিক্ষকদের জন্য একাধিক বিষয় ভাবা হয়েছে। পুরনো যে সব বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল, তা বাতিল করে নয়া নির্দেশিকা তৈরি করা হল। এবার বলা হয়েছে, খেলাধুলোয় ভালো, এমন প্রতিভাবান পড়ুয়ারা যাতে জেলা, রাজ্য এবং জাতীয়স্তরে অংশগ্রহণ করতে পারে, তার জন্য প্রধান শিক্ষকদের বিশেষ উদ্যোগ নিতে হবে। কোনও প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য ছাত্রছাত্রীরা পরীক্ষা দিতে না পারলে, তাদের জন্য পরে আলাদা করে পরীক্ষার ব্যবস্থা করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 + eighteen =