কলকাতা: আগামী ১২ মার্চ থেকে শুরু হতে চলেছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা৷ স্বাভাবিক ভাবেই এই পরীক্ষাকে কেন্দ্র করে শেষ পর্বের যাবতীয় তোরজোর চলছে৷ পরীক্ষা শুরুর আগে স্কুলগুলিকে নয়া নির্দেশিকা জারি করেছে উচ্চ মাধ্যিক শিক্ষা সাংস৷
নির্দেশিকায় সাংসদ সভাপতি মহুয়া দাস, আগামী ৩ মার্চ মঙ্গলবার সংসদের নির্দিষ্ট আঞ্চলিক কার্যালয় সহ পৃথক ৫৬টি বিতরন কেন্দ্র থেকে আসন্ন উচ্চ মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড ও একাদশ শ্রেণির (২০১৯-২০২০) রেজিস্ট্রেশান সার্টিফিকেট এবং পরীক্ষা সংক্রান্ত অন্যান্য জরুরি কাগজপত্র সংগ্রহ করতে অনুরোধ করেছেন৷ এছাড়াও ঐ নির্দেশিকায় ৫৬টি বিতরন কেন্দ্রের নাম ও ঠিকানা সহ একটি হেল্প লাইন নম্বর (০৩৩-২৩৩৭০৭৯২) প্রকাশ করা হয়েছে৷