কলকাতা: শিক্ষামন্ত্রীর ঘোষণার পর উচ্চমাধ্যমিকের আনুষ্ঠানিক পরীক্ষা সূচি ঘোষণা করল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ৷ বিজ্ঞপ্তি জারি করে উচ্চমাধ্যমিকের স্থগিত থাকা ৩ দিনের পরীক্ষা সূচি ঘোষণা করা হয়েছে৷ একই সঙ্গে শিক্ষক ও পরীক্ষার্থীদের জন্য ১৫ দফায় জরুরি নির্দেশিকা প্রকাশ করেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ৷
আজ বিকালে বিজ্ঞপ্তি প্রকাশ করে সংসদের তরফে জানানো হয়েছে, আগামী ২ জুলাই নেওয়া হবে এডুকেশন, নিউট্রেশন, পদার্থবিদ্যা, অ্যাকাউন্টান্সির পরীক্ষা৷ এরপর ৬ জুলাই নেওয়া হবে সংস্কৃত, রসায়ন, অর্থনীতি, আরবি-ফারসি-ফ্রেঞ্চ, জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন৷ ৮ জুলাই নেওয়া হবে ভূগোল, স্ট্যাটিসটিকস, কস্টিং ট্যাক্সেশন, হোম ম্যানেজমেন্ট, ফ্যামিলি রিসোর্স ম্যানেজমেন্টের পরীক্ষা৷
করোনা সতর্কতা হিসাবে পরীক্ষক ও পরীক্ষার্থীদের জন্য বেশকিছু স্বাস্থ্যবিধি নির্দিষ্ট করেছে দিয়েছে সংসদ৷ ১৫ দফা জরুরি নির্দেশিকা প্রকাশ করেছে জানানো হয়েছে, পরীক্ষা শুরু হওয়ার আগে প্রতিদিন ক্লাসরুম থেকে বাথরুম স্যানেটাইজড করতে হবে৷ পরীক্ষা কেন্দ্রের প্রতিটি শিক্ষক ও অশিক্ষক কর্মচারীকে গ্লাভস ও মাস্ক পরে আসতেই হবে৷ একজন অপরজনের সঙ্গে কথা বলার সময় সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে৷ প্রতিটি পরীক্ষাকেন্দ্রে হ্যান্ড স্যানিটাইজার অবশ্যই রাখতে হবে৷ স্বচ্ছ বোতলে প্রত্যেক পরীক্ষার্থীকে হ্যান্ড স্যানিটাইজার আনতে হবে৷ পরীক্ষা কেন্দ্র ঢোকার সময় প্রতিটি পরীক্ষার্থীকে সঠিকভাবে মাস্ক পরতে হবে৷ প্রতিটি অভিভাবককে নিশ্চিত করতে হবে, তাঁদের সন্তানদের জ্বর বা অন্য কোনও অসুস্থতা আছে কি না৷ এছাড়াও HS 2020 যে নির্দেশিকা জারি করা হয়েছিল তা অপরিবর্তিত থাকবে৷
বিজ্ঞপ্তি জারি করে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফে জানানো হয়েছে, প্রতিটি পরীক্ষককে অবশ্যই মাস্ক পরতে হবে৷ পরীক্ষা কেন্দ্রের বাথরুমে পানীয় জলের এলাকা ঘন ঘন স্যানিটাইজড করতে হবে৷ পরীক্ষাকেন্দ্রের গেটের সামনে ও ভিতর সব সময় সকলকে সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে৷ অভিভাবকদের গেটের সামনে ভিড় করতে দেওয়া হবে না৷ পরীক্ষাকেন্দ্রে পরীক্ষার্থীরা কাডবোর্ড ও লেখার জিনিস ছাড়া কিছু নিয়ে প্রবেশ করতে পারবে না৷ সেন্টার সেক্রেটারি বা ভেনু সেক্রেটারিকে উত্তরপত্র ২৪ ঘণ্টার মধ্যে পাঠাতে হবে৷ পরীক্ষার্থীদের আগের পর্যায়ের এডমিট কার্ড কার্যকর থাকবে৷ পরীক্ষা শুরু হবে ১০ টা থেকে দুপুর ১টা ১৫ পর্যন্ত৷