অতিরিক্ত দু’দিন ছুটি, বেড়েছে পূজা বকাশ, নতুন শিক্ষাবর্ষের ছুটির তালিকা প্রকাশ্যে

ছুটি নিয়ে পড়ুয়াদের মধ্যে বিশেষ উন্মাদনা দেখা যায়।

62c400b817957ef453352c8383b8b99f

কলকাতা: ছুটি নিয়ে পড়ুয়াদের মধ্যে বিশেষ উন্মাদনা দেখা যায়। ছুটির সংখ্যা যদি বেশি হয় তাহলে তো কোন কথাই নেই। নতুন শিক্ষাবর্ষের জন্য শিক্ষা দফতর যে ছুটির তালিকা প্রকাশ করেছে তা দেখে অবশ্যই আনন্দিত হবে সকলে। কারণ নতুন শিক্ষাবর্ষে একদিকে যেমন বেড়েছে পূজোর ছুটি, অন্যদিকে সংযোজিত হয়েছে দুটি নতুন ছুটির দিন। আগামী বছর মোট ৬৫ দিন ছুটি রাজ্য সরকারি স্কুলগুলিতে। যদিও গ্রীষ্মের ছুটি কমানো হয়েছে।

নতুন যে ছুটির তালিকা প্রকাশিত হয়েছে তাতে দেখা গিয়েছে, আগামী বছর স্কুলগুলিতে মে মাসের ২৪ তারিখ থেকে জুন মাসের ৩ তারিখ পর্যন্ত অর্থাৎ ১০ দিনের গরমের ছুটি দেওয়া হয়েছে। এদিকে পুজোর ছুটি থাকবে টানা ২৬ দিন, ১১ অক্টোবর থেকে ৬ নভেম্বর। এদিকে নতুন শিক্ষাবর্ষের দুদিন নতুন ছুটি সংযোজিত হয়েছে যা হল ১৪ ফেব্রুয়ারি, ঠাকুর পঞ্চানন বর্মার জন্মদিবস এবং ৯ এপ্রিল, হরিচাঁদ ঠাকুরের জন্ম দিবস। নিয়ম অনুসারে মোট ছুটির সংখ্যা ৬০ দিন, বিদ্যালয় কর্তৃপক্ষের প্রয়োজন অনুসারে আরো ৫ দিন অর্থাৎ ৬৫ দিন ছুটি। এছাড়াও জানানো হয়েছে, কবি ভানুভক্ত জন্মদিনে অর্থাৎ ১৩ জুলাই ছুটি থাকবে কেবলমাত্র দার্জিলিং এবং কালিম্পং জেলার জন্য। 

অর্থাৎ নতুন শিক্ষাবর্ষের ছুটির তালিকা প্রকাশের পর দেখা দিয়েছে আগামী শিক্ষাবর্ষে মোট ২৩৬ দিন পঠন-পাঠনের জন্য নির্ধারিত হয়েছে। তবে যেসব স্কুলের মাধ্যমিকের সিট পড়বে সেখানে ২২৭ দিন এবং যেখানে উচ্চ মাধ্যমিকের সিট পড়বে সেখানে ২২৩ দিন পঠন-পাঠন হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *